Junior Doctor protest

হাতে প্রতিকী ব্রেন, কিছুক্ষনের মধ্যে শুরু হবে অভিযান

রাজ্য

কিছুক্ষনের মধ্যেই সল্টলেক করুণাময়ী থেকে শুরু হতে চলেছে জুনিয়ার ডাক্তারদের স্বাস্থ্য ভবন অভিযান। সোমবার রাতে সাংবাদিক সম্মেলন করে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেন জুনিয়ার ডাক্তাররা। ইতিমধ্যে করুণাময়ীতে জমায়েত করতে শুরু করেছেন জুনিয়ার ডাক্তাররা। চিকিৎসকদের এই মিছিলকে কেন্দ্র করে স্বাস্থ্য ভবনের সামনে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে এলাকা। 
পাঁচ দফা দাবিকে সামনে রেখে এদিন মিছিলের ডাক দেওয়া হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জুনিয়ার ডাক্তারদের নির্দেশ দেওয়া হয় কর্মবিরতি তুলে নিয়ে কাজে ফেরার জন্য। তারপরই এই অভিযানের ডাক দেওয়া হয়েছে। জুনিয়ার ডাক্তারদের পক্ষ থেকে জানানো হয়েছে , আর জি করের দোষীদের শাস্তি সহ স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে ইস্তফা দিতে হবে।
করুণাময়ীতে স্লোগান উঠেছে, ‘আর জি করের বিচার চাই’, ‘আওয়াজ তুলছে লক্ষ গলা ভয় পেয়েছে চোদ্দ তলা’।


কয়েকদিন আগে কলকাতার পুলিশ কমিশানের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযান করেন জুনিয়ার চিকিৎসকরা। সেদিন হাতে ছিল প্রতিকী শিড়দাঁড়া। আজ হাতে রয়েছে প্রতিকী ব্রেন। আন্দোলনরত চিকিৎসকদের দাবি তাদের যেই দাবি সেই কথা জাতে কর্তৃপক্ষের মাথায় ঢোকে তাই হাতে এই প্রতিকী ব্রেন।

Comments :0

Login to leave a comment