Junior Doctor protest

স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণায় জুনিয়ার ডাক্তাররা

রাজ্য

স্বাস্থ্য ভবনের ১০০ মিটার আগেই আটকে দেওয়া হলো জুনিয়ার ডাক্তারদের মিছিল। ব্যারিকেড করে বিধাননগর পুলিশের পক্ষ থেকে মিছিল আটকে দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে মিছিল আটকে দেওয়া হলে ব্যারিকেডের সামনে ধর্ণায় বসে পড়েছেন আন্দোলনকারি চিকিৎসকরা। তারা স্পষ্ট জানিয়েছেন যতক্ষন না পর্যন্ত তাদের দাবি মানা হচ্ছে ততক্ষন তাদের এই অবস্থান চলবে। 
এদিন পাঁচ দফা দাবিকে সামনে রেখে এদিন মিছিলের ডাক দেওয়া হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জুনিয়ার ডাক্তারদের নির্দেশ দেওয়া হয় কর্মবিরতি তুলে নিয়ে কাজে ফেরার জন্য। তারপরই এই অভিযানের ডাক দেওয়া হয়েছে। জুনিয়ার ডাক্তারদের পক্ষ থেকে জানানো হয়েছে , আর জি করের দোষীদের শাস্তি সহ স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে ইস্তফা দিতে হবে।
কয়েকদিন আগে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযান করেন জুনিয়ার ডাক্তাররা। পুলিশ মিছিল আটকালে রাস্তায় বসে অবস্থান চালান তারা। তারপর কমিশনারের হাতে তার পদত্যাগের দাবি জানিয়ে দাবিপত্র তুলে দেন পুলিশ কমিশনারের হাতে।

Comments :0

Login to leave a comment