Ration Scam

জামিন পেলেন বালু

রাজ্য

রেশন দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বুধবার ইডির মামলায় তাঁকে ব্যাক্তিগত বন্ডে জামিন দিয়েছে আদালত। এক বছরের বেশি সময় জেলে ছিলেন বালু।
২০২৩ এর অক্টোবর মাসে গ্রেপ্তারির পর বালু দাবি করেছিলেন, ‘আমি চক্রান্তের শিকার। মমতাদি-অভিষেক সব জানে।’ 
২০২৩ এর ১২ ডিসেম্বর রেশন দুর্নীতি কান্ডে বিশেষ আদালতে জ্যোতিপ্রিয় মল্লিক এবং বাকিবুর রহমানের বিরুদ্ধে ১৬২ পাতার চার্জশিট জমা করে ইডি। কেন্দ্রীয় তদন্ত সংস্থার পক্ষ থেকে চার্জশিটে উল্লেখ করা হয় রেশন বন্টন দুর্নীতির অঙ্ক ১০০ কোটি টাকা। তার মধ্যে থেকে ২২ কোটি টাকা উদ্ধার করতে পেরেছে বলে দাবি করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। উল্লেখ্য কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা দাবি করেছে, বালু খাদ্য দপ্তর ছাড়ার পরেও দুর্নীতি হয়েছে। সেই ক্ষেত্রে তার দায় বর্তমান খাদ্য মন্ত্রী রথীন ঘোষের ওপর যায় বলে মনে করছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। 
রেশন দুর্নীতির বিষয়টি সামনে আসার পর একাধিক ভুয়ো সংস্থার নাম সামনে এসেছে। সেই কথাও উল্লেখ করা হয়েছে চার্জশিটে। সেখানে বলা হয়েছে যে দুর্নীতির কালো টাকা সাদা করার জন্য বালু তার মেয়ে, স্ত্রী এবং অন্যান্য আত্মীয়দের নামে একাধিক সংস্থা খোলে। বাকিবুরও একই কাজ করেছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার। ২০২৩ এর ১৩ অক্টোবর বাকিবুরকে গ্রেপ্তার করে ইডি। ওই বছরই ২৭ অক্টোবর বালুকে গভীর রাতে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা।

Comments :0

Login to leave a comment