24TH PARTY CONGRESS

শক্তিশালী বাম ঐক্য হারাতে পারবে ফ্যাসিস্ট শক্তিকে, বললেন বাম নেতৃত্ব

জাতীয়

শক্তিশালী বাম ঐক্য উগ্র-হিন্দুবাদী ফ্যাসিস্ট শক্তিকে হারাতে পারবে। সিপিআই(এম) এর ২৪ তম পার্টির কংগ্রেসের সাফল্য জানিয়ে নিজেদের ভাষণে একথা বললেন বাম নেতৃত্ব। বুধবার থেকে তামিলনাড়ুর মাদুরাই শহরে শুরু হয়েছে সিপিআই(এম) এর ২৪ তম পার্টি কংগ্রেস। শহরের নামকরণ করা হয়েছে প্রয়াত সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির নামে।
এদিন অধিবেশনের শুরুতে পার্টি কংগ্রেসের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন বিভিন্ন বাম দলের শীর্ষ নেতৃত্ব। সিপিআই(এমএল) এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য বলেন, ‘‘গত ১০০ বছর ধরে বাম শক্তি গুলো উগ্র-হিন্দুত্ববাদী আরএসএসের বিরুদ্ধে তাদের লড়াই চালিয়ে যাচ্ছে। বর্তমান সময় দাঁড়িয়ে বাম দলগুলো যদি ঐক্যবদ্ধ ভাবে লড়াই সংগ্রাম চালিয়ে যেতে পারে তবে এই ফ্যাসিস্ট শক্তিকে পরাস্ত করা সম্ভব।’’
সিপিআই এর সাধারণ সম্পাদক ডি রাজা বলেন, ‘‘বামপন্থীদের শক্তিবৃদ্ধি করা এখন সময়ের দাবি। কর্পোরেট এবং হিন্দুত্ববাদী যেই জোট তার বিরুদ্ধে সব বাম শক্তিকে এক হতে হবে।’’ আরএসপির সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য তাঁর বক্তব্য তুলে ধরেন বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে গত ১০ বছর ধরে কি ভাবে মানুষের অধিকারের ওপর আঘাত নামিয়ে আনা হয়েছে।
সিপিআই(এম) পলিট ব্যুরোর কো-অর্ডিনেটর প্রকাশ কারাত বলেন, ‘‘বামপন্থীদের ঐক্যকে আরও শক্তিশালী করা ও বাম রাজনীতির আরও প্রভাব বৃদ্ধির জন্য এটাই সময়। নয়া-উদারনৈতিক পুঁজিবাদের বিরোধিতায় ও শ্রমিক জনগণের স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করার পথে বামপন্থীরাই একমাত্র রাজনৈতিক শক্তি যারা নিরবিচ্ছিন্নরূপে সক্রিয় রয়েছে। হিন্দুত্ববাদী নয়া-ফ্যাসিবাদী শক্তিকে মোকাবিলা ও প্রতিহত করতে জরুরি মতাদর্শগত দায়বদ্ধতা রয়েছে বামপন্থীদেরই। বামপন্থীরাই একমাত্র শক্তি যারা আমাদের দেশে সাম্রাজ্যবাদী চক্রান্তের বিরুদ্ধে নেতৃত্ব দিতে পারে।’’
অধিবেশনের সভাপতিত্ব করেন সিপিআই(এম) পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার। তিনি বলেন, ‘‘গোটা দেশ জুড়ে মানুষ প্রতিরোধের লড়াইয়ে সামিল হয়েছেন। মানুষের যেই অধিকার তা বার বার আক্রান্ত হয়েছে। সিপিআই(এম) এর ২৪ তম পার্টির কংগ্রেস গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার দিশা দেখাবে।’’
এদিন অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন পার্টির পলিট ব্যুরোর সদস্য বৃন্দা কারাত।

Comments :0

Login to leave a comment