Gangasagar chaos in makarsankranti

মকরসংক্রান্তির দিন গঙ্গাসাগরে চুড়ান্ত অবব্যস্থা, তিক্ত অভিজ্ঞতা যাত্রীদের

জেলা

মনোজ আচার্য ও দীপাঞ্জনা দাশগুপ্ত

গঙ্গাসাগরে(Ganga sagar) চুড়ান্ত অবব্যস্থা। মেলায় ভিড় সামলাতে নাজেহাল পুলিশ প্রশাসন। বিশেষ করে মুড়ি গঙ্গা নদীর দুই তিরে কচুবেড়িয়া ও লট এইটে ভিড় সামলাতে পাড়ছে না বলেই খবর পাওয়া যায়। সেখানে মানুষের দীর্ঘ লাইন। যানবাহন না পেয়ে কার্যত পুলিশের সঙ্গে যাত্রীদের বচসা বেঁধে যায়। নামখানা, ওয়াই জংশন ও কে ওয়ান বাস স্ট্যান্ডও উপচে পড়া ভিড় নজরে আসে। করোনা মহামারির (Pandemic) জেরে ২ বছর বন্ধ ছিল গঙ্গাসাগর মেলা। সেকারণে চলতি বছরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর  মানুষ আসেন গঙ্গা সাগরে। বিশেষ করে রবিবার মকর সংক্রান্তির দিন গঙ্গা সাগরে স্নানের পরে সাধারণ মানুষ বাড়ি ফেরা তোরজোর শুরু করে। সেখানেই বাধে গোলযোগ। ফিরতি পথে পুলিশের অসহযোগিতার শিকার হন মেলায় আগত যাত্রীরা। গাড়ি, ভেসেল কোন কিছুরই ব্যবস্থাপন ছিল না বলেই অভিযোগ।

উত্তর প্রদেশ থেকে মেলা আগত এক যাত্রী জানান তিনি বালিয়া থেকে এসেছেন। তার নাম সন্দীপ পাশোয়ান (Sandip Paswan)বয়স ২৮। তিনি জানান গঙ্গা সাগর মেলায় প্রথমবার এসেছেন। মেলায় সময়টা ভালো কাটলেও ফেরার সময় যে এরকম হয়রানির শিকার হবেন তা কোনও দিনও ভাবেননি তিনি। বাস নেই, খাবার নেই, বসার জায়গা নেই সব মিলিয়ে পরিবারকে নিয়ে নাজেহাল তার অবস্থা। তারমতে পুলিশ সে ভিড় সামলাতে কার্যত অপারক। ভিড় সামলানোর মতো পর্যাপ্ত পুলিশও নেই বাস স্ট্যান্ডে, এমনটাই অভিজ্ঞতা সন্দীপের।

সন্ধ্যা বাড়ার সঙ্গে সঙ্গে আরও পরিস্থিতি খারাপ হয় কচুবেড়িয়ায়। মেলায় আগত সাধারণ মানুষকে প্রায় ৩ কিমি বাস থেকে নামিয়ে জেটি ঘাটে হেঁটে যাওয়ার নির্দেশ দেয় পুলিশ। ব্যাগ বোঝাই জিনিস নিয়ে ওভাবেই হেঁটে  যেতে হয় দর্শনার্থীদের ।  কিন্তু সেখানে গিয়েও নিজেদের বাস খুঁজে না পেয়ে বহু যাত্রী লরি, ম্যাটাডোরে উঠে বসেন । উপচে পরা ভিড়ের চোটে প্রায় পদপিষ্ট হওয়ার মতো  অবস্থা  হয়। এমনকি  sসংবাদমাধ্যমের  প্রতিনিধিদের সঙ্গে দুর্ব্যবহার করতে দেখা যায় পুলিশকে। 

 

Chaos in Gangasagar pic.twitter.com/FudlMRSZhA

— GANASHAKTI (@GANASHAKTI1) January 15, 2023 ">

 

ঘটনাস্থলে থাকা বিভিন্ন সেচ্ছাসেবী সংস্থা (NGO)ও হ্যাম(HAM) রেডিও অপারেটরাও পরিস্থিতি যে একদম নিয়ন্ত্রণে নেই তা জানান । এদিকে রাজ্যের বর্তমান শাসক ও দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের ভূমিকায় কর্পোরেটের ছোঁয়া  লেগেছে মেলায়। বদলেছে সাগর মেলার চিরাচরিত ঐতিহ্যের পরিবেশ। রঙীন আলোর ঝলকানি, মুখ্যমন্ত্রীর মুখের কাটআউটে জ্বলজ্বল  করছে গোটা মেলা প্রাঙ্গন। বছরের পর বছর ধরে আসা যাত্রীদের অনেকেই গঙ্গাসাগর মেলার যে ঐতিহ্য ক্রমশই ম্লান হচ্ছে। এই পরিবর্তন যাত্রীদের অনেকেই ভালো চোখে নিচ্ছেন না। তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছেন তাঁরা।

Comments :0

Login to leave a comment