‘‘শাহেনশাদের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে মানুষের। তাই নামছেন রাস্তায়।’’ সন্দেশখালির বিক্ষোভ প্রসঙ্গে এই মন্তব্য করেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
তিনি জানিয়েছেন যে শুক্রবার সিপিআই(এম) নেতৃবৃন্দ, খেতমজুর আন্দোলনের নেতৃবৃন্দ সন্দেশখালিতে বিক্ষুব্ধ মানুষের কাছে যাবেন। এলাকায় সিপিআই(এম) নেতৃবৃন্দ তাঁদের পাশে রয়েছেন। তিনি বলেন, ‘‘লুটের জন্য এই সব এলাকা বিরোধীশূন্য করা হয়েছিল। আমরা মানুষকে সঙ্ঘবদ্ধ করার চেষ্টা করছি।’’
বুধবারের পর বৃহস্পতিবারও সন্দেশখালিতে বিক্ষোভে মানুষ। বিক্ষোভের কেন্দ্রে তৃণমূল নেতা শেখা শাহজাহান এবং তার সঙ্গী শিবু হাজরা, উত্তম সর্দার। দফায় দফায় পথে নামছেন সন্দেশখালির মানুষ। এর আগে আদিবাসী মানুষ নেমেছেন জমি দখলের অভিযোগে সরব হয়ে। বিক্ষোভ দেখিয়েছেন মৎস্য ব্যবসায়ীরাও।
তিনি বলেছেন, ‘‘এই ক্ষোভ এই বিদ্রোহ আসলে পুলিশ এবং প্রশাসনের বিরুদ্ধে’’। তিনি বলেন, ‘‘স্থানীয় মাফিয়াদের ওপর মানুষ ক্ষিপ্ত। কিন্তু পুলিশের কী ভূমিকা। সাংসদ, বিধায়কদের কী ভূমিকা? ভেডি, জলা, জমি লুটের চক্র তৈরি করেছে তৃণমূল।’’
সন্দেশখালির বিক্ষোভকে সমর্থন করে বিবৃতি দিচ্ছেন বিজেপি’র নেতারা। সন্দেশখালিতে ‘পলাতক’ তৃণমূল নেতা শেখ শাহজাহানের নাম না করে সেলিম বলেন, ‘‘ও তো শুভেন্দুর প্রোডাক্ট। যাদের ওপর মানুষের রাগ, সেই দু’নম্বর তিন নম্বর নেতারাও তো বিজেপি’র সঙ্গে যোগাযোগ রাখছে।’’
উল্লেখ্য, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তৃণমূলের মন্ত্রী পদে থাকার সময় এই এলাকায় বারবারই গিয়েছেন। সেলিম এর আগেও বলেছেন যে শাহজাহানের মতো দুষ্কৃতীদের তৈরি করেছেন শুভেন্দু। কেবল সন্দেশখালি নয়, রাজ্যজুড়ে সর্বত্র এমন দুষ্কৃতীচক্র তৈরি করেছে তৃণমূল।
কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করে তিনি বলেন, ‘‘ইডি আধিকারিকরা তল্লাশি করতে গিয়ে মার খেলেন। তার ১৯ দিন পর গেলেন তদন্তে। দিল্লির নির্দেশে ঢিলে করা হলো তৎপরতা।’’
সেলিম বলেন, ‘‘মাফিয়ারা ঘরে ঢুকে গেলে মানুষের সাহস বাড়ে। আবার মানুষ সাহস দেখালে এরা ঘরে ঢুকে যায়।’’ তিনি মনে করিয়েছেন যে এখানেই বিডিও-কে মারধর করেছিল শাহজাহানের বাহিনী। কারণ তিনি আবাস যোজনার ভুয়ো নামের তালিকায় সই করতে রাজি হননি।
SANDESHKHALI SALIM
পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে বিদ্রোহ, সন্দেশখালি প্রসঙ্গে বললেন সেলিম
×
Comments :0