সুপ্রিম কোর্টের রায় মেনে চলবে স্কুল সার্ভিস কমিশন। যাঁরা পরিষেবা দিয়েছেন চালু ব্যবস্থা অনুযায়ী তাঁদের বেতন চালু থাকবে।
সোমবার মাঝরাতে এই মর্মে বিজ্ঞপ্তি দিয়েছে কমিশন। কিন্তু ঠিক কাদের বেতন চালু থাকবে, কারা স্কুলে যাবেন সেই তালিকা প্রকাশ সম্পর্কে কোনও কথা বলা হয়নি।
সোমবার ‘স্বচ্ছ’ শিক্ষকদের তালিকা প্রকাশ করার কথা ছিল কমিশনের। শিক্ষকরা লিখিত নির্দেশ চেয়েছিলেন, যেখানে অস্বচ্ছ নিয়োগ নয় তাই স্পষ্ট করা থাকবে।
গভীর রাতেও ঘেরাও থাকলেও কমিশন নিজেই স্বচ্ছ অবস্থান জানাতে পারল না।
সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে চাকরি সবার বাতিল হলেও, স্কুলে ক্লাস চালানোর স্বার্থে সেই শিক্ষকরা ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন যাঁদের নাম চিহ্নিত অস্বচ্ছের তালিকায় নেই। আদালতে কমিশনই জানায়নি এঁদের যোগ্য বলা যাবে কিনা। যে কারণে পুরো প্যানেল বাতিল হয়েছে। কমিশন এখনও চোর এবং অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করছে, বলেছেন চাকরিহারাদের একাংশ।
বিক্ষোভ তুলে নিয়ে স্কুলে গেলে বেতন মিলবে, বিজ্ঞপ্তি এই ইঙ্গিত দিল কিনা তার নিয়েও রয়েছে প্রশ্ন। এদিকে আন্দোলনের সংহতিতে কর্মসূচি ঘোষণা করেছে এবিটিএ। রাতে বিক্ষোভরত চাকরিহারাদের কাছে যান জুনিয়র ডাক্তাররাও।
SSC SCAM
মাঝরাতে অস্বচ্ছ বিজ্ঞপ্তি কমিশনের, তালিকায় নীরব

×
Comments :0