ফের ভিনরাজ্যে কাজের খোঁজে গিয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের। বুধবারই রাজমিস্ত্রীর কাজে, উত্তর প্রদেশে গিয়েছিলেন সামসেরগঞ্জের বাসিন্দা হাসিমুদ্দিন সেখ। সেখানেই মৃত্যু হয় তাঁর। গিয়েছিলেন কাজের খোঁজে। তবে কাজে যোগ দেওয়ার আগেই মৃত্যু হয় তাঁর। মুর্শিদাবাদের ধূলিয়ান পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৪৩ বছর বয়সী হাসিমুদ্দিন সেখ গত বুধবার উত্তরপ্রদেশের কানপুরে রাজমিস্ত্রির কাজে যান। শনিবার সকালে টিউবওয়েল খাবার জল আনতে গিয়ে পড়ে গিয়ে জ্ঞান হারান। অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পরিবার সূত্রে জানা গিয়েছে রক্তচাপের সমস্যা ছিল তাঁর। তবে সংসারে অভাব থাকায় রাজমিস্ত্রির কাজ করতে হতো। শ্রমিকের মৃত্যু সংবাদ বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। পরিবারের একমাত্র রোজগেরেকে হারিয়ে শোকস্তব্ধ গোটা পরিবার। মৃতের স্ত্রী সুখতারা বিবি জানান, সংসার চালাতেই কাজে গিয়েছিল স্বামী। এখন সংসার চলবে কীভাবে ? দেহ ফেরানো নিয়েও সংশয়ে পরিবার। মৃত শ্রমিকের দেহ ফেরাতে সরকারি সাহায্য চাইছেন মৃতের বাবা নিজামুদ্দিন সেখ।
Migrant worker
ফের ভিনরাজ্যে প্রাণ হারালেন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক
×
Comments :0