পুলিশ আধিকারিক মুকেশ কুমার শাক্য সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে যে বাড়িতে একা থাকা অবস্থায় অভিযুক্ত তার ঘরে ঢুকে তাকে শারিরীক ভাবে নির্যাতন করে। ওই আধিকারিক জানিয়েছেন, নাবালিকার চিৎকারের আওয়াজ পেয়ে আশ পাশের লোকজন ঘরে ঢুকে অভিযুক্তকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দেয়।
বর্তমানে নির্যাতীতার শারিরীক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। পরিবারের সদস্যদের সাথে সে বাড়িতেই আছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
Comments :0