Murshidabad

মুজফ্‌ফর হোসেনের স্মরণে সভা

জেলা

আদিবাসী লোকশিল্পীদের ঐক্যবদ্ধ করে গ্রামে গ্রামে মানুষের ঐক্য আরও শক্তিশালী করার আহ্বান জানিয়ে  শুক্রবার  মুজফ্‌ফর হোসেনের স্মরণসভায় সংগঠিত হল নবগ্রামের পলসন্ডায়। পলসন্ডার বীণাপানি মুক্ত মঞ্চে  পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘের মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে এই স্মরণসভা হয়। বক্তব্য রাখেন প্রাক্তন সাংসদ মালিনী ভট্টাচার্য । মালিনী ভট্টাচার্য বলেন, আশির দশকের গোড়া থেকেই মুর্শিদাবাদ এবং রাজ্যজুড়েই গ্রামে গ্রামে ছড়িয়ে ছিটিয়ে থাকা লোকশিল্পীদের সংগঠিত করার কাজ করেছেন। যে সম্মান শিল্পীদের প্রাপ্য সেই সম্মান তাঁদের দেওয়ার জন্য কাজ করেছেন। 
তিনি বলেছেন, লোকশিল্পীদের মধ্যে হিন্দু মুসলিম, জাতপাত নির্বিশেষে মানুষের প্রাণের আকুতি তুলে ধরার ক্ষমতা রয়েছে। তাঁরা মানুষের সঙ্গে মানুষের সেতুবন্ধন করতে পারেন। এখনকার পরিস্থিতিতে বিভাজনের আবহে মানুষের ঐক্যকে দৃঢ় করতে  লোকশিল্পীদের বিশেষ গুরুত্ব রয়েছে। সেই কথা মাথায় রেখেই এদিন মুজফ্‌ফর স্মরণ করা দরকার। মুজফ্‌ফর হোসেন পশ্চিমবঙ্গ আদিবাসী লোকশিল্পী সংঘের রাজ্য সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। কৈশোর থেকেই তিনি গান বাঁধা, বিভিন্ন বাদ্য যন্ত্র বাজানোয় দক্ষ ছিলেন। বাংলার পাশাপাশি সাঁওতালি ভাষাতেও তাঁর দক্ষতা ছিল। একাধিক উপভাষায় কথা বলতে পারতেন। আদিবাসী ও লোকশিল্পীদের সংগঠিত করার পাশাপাশি তিনি গণ আন্দোলনের নেতা ছিলেন। ছিলেন সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য। জীবনের শেষ দিন পর্যন্ত লোকশিল্পীদের সঙ্গে ছিল তাঁর নিবিড় যোগাযোগ। এই বছর ৩ জানুয়ারি তিনি প্রয়াত হন। এদিন স্মরণসভায়   বক্তব্য রাখেন রঞ্জিত চক্রবর্তী, সংগঠনের রাজ্য সম্পাদক শের আলি, রাজ্য সভাপতি মনো সরেন, জেলা সম্পাদক মনিরুল ইসলাম, জেলা সভাপতি পাগল মণ্ডল। প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও বিভিন্ন ধাররা লোকশিল্পীরা এদিন স্মরণসভায় এসেছিলেন।

Comments :0

Login to leave a comment