MUMBAI CITY FC VS JAMSHEDPUR

আইএসএলে অপ্রতিরোধ্য মুম্বই সিটি এফসি

খেলা

ISL MUMBAI CITY FC JAMSHEDPUR FC INDIAN FOOTBALL BENGALI NEWS

জামশেদপুরের জেআরডি টাটা কমপ্লেক্সে মুম্বই ঝড়। ৮১ শতাংশ বলের দখল রেখে  জামশেদপুর এফসি-কে ২-১ গোলে হারাল মুম্বাই সিটি এফসি।

যদিও ম্যাচের প্রথম গোলটি করেন জামশেদপুরের বরিস। প্রথমার্ধের ফলাফল গোলশূন্য থাকলেও, দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে জামশেদপুর এফসির হয়ে গোল করেন তিনি। কিন্তু শেষ কোয়ার্টারে পুরো ম্যাচের চেহারাই বদলে যায়। ম্যাচের ৮০ মিনিটে ছাংতের গোলে সমতা ফেরায় মুম্বই। এই ম্যাচে বিধ্বংসী হয়ে ওঠেন তিনি। অন্যদিকে ৮৬ মিনিটে বিক্রমের গোলে ম্যাচ জয় সুনিশ্চিত করে মুম্বই।

শুক্রবারের ম্যাচের সেরা নির্বাচিত হন ছাংতে। আর ১৬ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে এইমুহূর্তে লীগ টেবিলের শীর্ষে হেডস্যার বাকিংহ্যামের মুম্বাই সিটি এফসি। 

Comments :0

Login to leave a comment