Malda

মালদহের ত্রাণ শিবিরে জাতীয় মানবাধিকার কমিশন

রাজ্য

শুক্রবার মালদহের ত্রাণ শিবিরে থাকা সাম্প্রদায়িক হিংসায় ঘর ছাড়াদের সাথে দেখা করলেন জাতীয় মানবাধিকার কমিশন। মঙ্গলবার কমিশনের পক্ষ থেকে জানানো হয় যে তাদের একটি প্রতিনিধি দল মুর্শিদাবাদের ঘর ছাড়াদের কথা বলবে এবং সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখবে। জাতীয় মানবাধিকার কমিশনের পাশাপাশি জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দলও  বৃহস্পতিবার মালদহে ঘরছাড়াদের সাথে কথা বলেন। 

সাম্প্রদায়িক হিংসাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ। তিনজনের মৃত্যু হয়। বহু মানুষ ঘর ছাড়া। এই গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে বার বার প্রশ্ন উঠেছে। মুখ্যমন্ত্রী নিজের মুখে কার্যত স্বীকার করে নিয়েছেন গোয়েন্দা বিভাগ ব্যার্থ। 

সংবাদ সংস্থাকে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা বিষয় খতিয়ে দেখে তারা রিপোর্ট জমা দেবে। 

উল্লেখ্য এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোসও মালদহে গিয়েছেন ঘর ছাড়াদের সাথে দেখা করার জন্য।   

Comments :0

Login to leave a comment