Amritsar blast

অমৃতসর বিস্ফোরণ ঘটনায় পুলিশের গুলিতে নিহত এক

জাতীয়

অমৃতসর মন্দিরে বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত এক ব্যাক্তির মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে। সোমবার একথা জানিয়েছে অমৃতসর পুলিশ। পাঞ্জাব পুলিশের প্রধান গৌরব যাদব জানিয়েছেন। সিসিটিভি ফুটেজ ধরে সন্দেহভাজন দুজনের হদিশ পায় তারা। এক্সহ্যান্ডেলে তিনি লিখেছেন পুলিশকে লক্ষ করে প্রথমে গুলি চালায় নিহত ব্যাক্তি। একজন পুলিশ আধিকারিক আহতও হন। তারপর পাল্টা পুলিশ গুলি চালালে সে আহত হয়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। তিনি আরও জানিয়েছেন অপর অভিযুক্ত পুলিশের নাগাল থেকে পালাতে সক্ষম হয়। তবে তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। 

বৃহস্পতিবার রাতে অমৃতসরের একটি মন্দিরে দুজন ব্যাক্তি বাইকে করে এসে মন্দিরের সামনে বিস্ফোরণ ঘটায়। কোন হতাহতের ঘটনা না ঘটলেও মানুষের মধ্যে বেশ আতঙ্ক তৈরি হয়। পুলিশের অনুমান এর পিছনে পাকিস্তানের জঙ্গী গোষ্টী আইএসআইয়ের যোগ রয়েছে।   

Comments :0

Login to leave a comment