Rajya Sabha

সাংসদের বাড়ির ওপর হামলার ঘটনার ওপর আলোচনায় না, ওয়াক আউট বিরোধীদের

জাতীয়

উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির সাংসদের বাড়ি কর্ণী সেনার হামলার ঘটনার ওপর আলোচনার প্রস্তাব না মানায় রাজ্যসভা থেকে ওয়াক আউট করলেন বিরোধীরা। সমাজবাদী পার্টির পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল যে জিরো আওয়ারে ওই ঘটনার ওপর আলোচনা করতে হবে। রাজ্যসভার চেয়ারম্যান তথা উপ-রাষ্ট্রপতি জানান তাঁর কাছে সাতটি প্রস্তাব জমা পড়েছে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করার। 

সমাজবাদী পার্টির দুই সাংসদ জাভেদ আলি খান এবং রামজি লাল সুমন, যাঁর বাড়িতে হামলা হয়, নোটিশ দেন আলোচনার জন্য। কিন্তু চেয়ারম্যান ধনখড় তা খারিজ করে দেন। এই ঘটনার প্রতিবাদে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী দলের সাংসদরা। তারপর তাঁরা ওয়াক আউট করেন।

সম্প্রতি একটি ভিডিওতে সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ রামজি লাল সুমনকে বলতে শোনা যায় যে মেওয়ারের সম্রাট রানা সাঙ্গা মুঘল সম্রাট বাবরকে ভারতে আনেন ইব্রাহিম লোদীকে হারানোর জন্য। তাঁর এই ভিডিও সামনে আসার পর কর্ণী সেনার একটি দল তার বাড়িতে হামলা চালায়, ভাঙচুর করা হয়।  ভাঙচুরে যে কর্ণী সেনা যুক্ত তা মানতে হয়েছে আগ্রার পুলিশকেও। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ঘটনার তীব্র নিন্দা করার পাশাপাশি দায়ী করেছেন উত্তর প্রদেশের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী আদিত্যনাথকে। 

Comments :0

Login to leave a comment