SSC Sabyasachi Chatterjee

এসএসসি: রিভিউ পিটিশনে মূল রায়ের কোনও পরিবর্তন হয়নি, ব্যাখ্যা আইনজীবীর

রাজ্য

বৃহস্পতিবার এসএসসি অভিযানে সব্যসাচী চ্যটার্জি।

রিভিউ পিটিশনে মূল রায়ের কোনও পরিবর্তন হয়নি। কেবল, নতুন নিয়োগ না হওয়া শিক্ষকদের একাংশকে স্কুলে যাওয়ার জন্য বলা হলো। 
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ের এই ব্যাখ্যা দিয়েছেন আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি। এদিন সল্টলেকে স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে শিক্ষক সংগঠন এবিটিএ’র ডাকে বিক্ষোভ হয়। বিক্ষোভস্থলে গিয়েছিলেন তিনিও। 
চ্যাটার্জি বলেছেন, এদিনের রায় অনুযায়ী নিয়োগে অস্বচ্ছতা ধরা পড়েনি, তাঁদের আপাতত স্কুলে পাঠানো যাবে। কিন্তু নতুন করে নিয়োগ প্রক্রিয়া করতেই হবে। কারণ চাকরি বাতিলের রায় বহাল রয়েছে। 
এদিন সুপ্রিম কোর্ট রাজ্যের স্কুলশিক্ষাকে বিবেচনায় রেখে এই অংশকে কাজে ফেরানোর সুযোগ দিয়েছে। কারা ফিরবেন বাছতে হবে রাজ্যকে। সেই সঙ্গে ৩১মে’র মধ্যে বাতিল পদে নতুন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করতে হবে। ওই দিনের মধ্যেই হলফনামায় নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু সম্পর্কে বিশদে জানিয়ে রাজ্য এবং এসএসসি-কে হলফনামাও দাখিল করতে হবে শীর্ষ আদালতে।
চ্যাটার্জি বলেন, পর্ষদ বা কমিশন বা সরকার। কেউ-ই দায়িত্ব নিতে চাইছে না। মমতা ব্যানার্জি যা বলছেন মান হয় যে চাকরি ফিরবে। উনি ফেরাচ্ছেন না কেন? কারণ উনিও চাইছেন না চাকরি ফিরুক। মাদ্রাসায় নিয়োগে দেখা গিয়েছে নতুন একটি প্যানেলকে আগের প্যানেলের সঙ্গে জুড়ে দিয়েছেন। মাঝে বহু বছরের ফারাক। সরকারের কৌশল হচ্ছে এক অংশের সঙ্গে আরেক অংশের গোলমাল লাগিয়ে দাও। তা’হলে মুখ্যমন্ত্রীর আর দায় থাকে না।  
তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী চাইছেন সরকারি শিক্ষা, সরকারি স্বাস্থ্য ব্যবস্থাই তুলে দিতে। কেবল উনি সরকারি মুখ্যমন্ত্রী থাকবেন!’’ তিনি বলেন, ‘‘টেট কেন হয় না প্রশ্ন ওঠায় বলা হয়েছিল, ওটা কী দুর্গাপুজো যে প্রতি বছর করতে হবে! এটাই তো আসলে সরকারের দৃষ্টিভঙ্গি।’’

Comments :0

Login to leave a comment