পহেলগাম সন্ত্রাসবাদী হামলার সাথে পাকিস্তানের কোন যোগ নেই। পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে একথা বলেছেন প্রধানমন্ত্রী খোয়াজা আসিফ। তিনি বলেন, ‘‘এই ঘটনার সাথে পাকিস্তানের কোন যোগাযোগ নেই। ভারতের অভ্যন্তরে বিভিন্ন গোষ্ঠী আছে, এই কাজ তাদেরই। এই ঘটনায় বৈদেশিক কোন হাত নেই।’’ পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিযোগ ভারত বালুচিস্তানে অস্থিরতা তৈরি করছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনও কোন বিবৃতি বা উত্তর পাওয়া যায়নি।
উল্লেখ্য এই ঘটনার দায় সন্ত্রাসবাদী সংগঠন ‘দ্যারেসিস্ট্যান্স ফ্রন্ট’ স্বীকার করেছে, যা পাকিস্তানের লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন ।
Pahalgam
পহেলগামের ঘটনার সাথে পাকিস্তানের যোগ নেই দাবি আসিফের

×
Comments :0