রবিবার সকালে বেলুচিস্তানের লাসবেলায় একটি যাত্রীবাহী বাস একটি খাদে পড়ে এবং আগুন লেগে ৩৯ জন নিহত হয়েছে। লাসবেলার সহকারী কমিশনার হামজা আনজুম বলেছেন, ‘‘গাড়িটিতে প্রায় ৪৮ জন যাত্রী ছিল, কোয়েটা থেকে করাচি যাচ্ছিল।’’
লাসবেলার কাছে ইউ-টার্ন নেওয়ার সময় তীব্র গতির কারণে একটি ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লাগে বাসটির। গাড়িটি একটি খাদের মধ্যে ছিটকে পড়ে এবং তারপরে আগুন ধরে যায়,’’ তিনি বলেছিলেন।
হামজা আনজুম বলেন, ‘‘নিহতদের শনাক্তকরণের জন্য ডিএনএ পরীক্ষা করা হবে, আহত যাত্রীদের লাসবেলার সিভিল হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।’’
ওই কর্মকর্তা জানান, এক শিশু ও এক মহিলাসহ তিনজনকে উদ্ধার করা হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি। এদিকে ইধি ফাউন্ডেশনের সাদ এধি সংবাদমাধ্যমকে বলেন, দুর্ঘটনাস্থল থেকে এ পর্যন্ত ১৭টি মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
দমকল ও প্রশাসনিক আধিকারিকরা দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছেন। আগুন নেভানোর চেষ্টা চলছে।
Comments :0