Employees pen down

ফতোয়া অমান্য করেই চলছে কর্মবিরতি

রাজ্য

রয়েছে সরকারি ফতোয়া। সেই ফতোয়াকে আমান্য করেই রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে চলছে কর্মবিরতি। মহাকরন থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরে কর্মীরা এলেও কোন কাজ তারা করছেন। বকেয়া ডিএ’র দাবিতে এই কর্মবিরতিতে অংশ নিয়েছেন বিপুল সংখ্যক কর্মী। 

খাদ্য দফতর, ক্রেতা সুরক্ষা দফতর, জল সম্পদ উন্নয়ন দফতরের কর্মীরা কর্মবিরতিতে অংশ নিয়েছেন বলে আন্দোলনরত সরকারি কর্মীদের পক্ষ থেকে জানান হয়েছে।

খাদ্য ভবন, সেক্রেটারিয়েট বিল্ডিং সহ বিভিন্ন সরকারি দপ্তরে ডিএ’র দাবিতে কর্মবিরতির সমর্থনে এক জোট হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন কর্মীরা। খাদ্য ভবনে কর্মবিরতির বিরুদ্ধে পাল্টা স্লোগান তৃণমূলপন্থী সরকারি কর্মীদের।

কোচবিহার আদালতে আন্দোলনরত কর্মীদের ওপর আক্রমণের অভিযোগ উঠেছে তৃণমূলপন্থী সরকারি কর্মীদের বিরুদ্ধে।

কেন্দ্রীয় হারে ডিএ’র দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মীরা। ডিএ’র দাবিতে হাই-কোর্টের দারস্থ হন তারা। কোর্ট তাদের পক্ষে রায় দেয়। সেই রায়কে চ্যালেজ্ঞ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার। আগামী ১৫ মার্চ ডিএ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে।     

Comments :0

Login to leave a comment