CPIM POLIT BUREAU

পহেলগাম হামলার নিন্দা করলো পলিট ব্যুরো

জাতীয়

পহেলগামে সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিল সিপিআই(এম) পলিট ব্যুরো। বিবৃতিতে বলা হয়েছে, কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর যেই বর্বরচিত হামলা হয়েছে তার তীব্র করছে ভারতের কমিউনিস্ট পার্টির (মার্ক্সবাদী)। এই হামলায় যেই ২৮ জন নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে পলিট ব্যুরো। এর পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছে পলিট ব্যুরো।
বিবৃতিতে স্পষ্ট ভাবে বলা হয়েছে যারা এবং যেই সন্ত্রাসবাদী গোষ্ঠী এই হামালার সাথে যুক্র তারা দেশের শত্রু, কাশ্মীরের সাধারণ মানুষের শত্রু। ঘটনায় যুক্তরদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে পলিট ব্যুরো। বিবৃতিতে বলা হয়েছে, পুলিশ এবং নিরাপত্তা বাহিনী কেন্দ্রীয় সরকারের অধিনস্ত। সরকারকে অবিলম্বে এই ঘটনার সাথে যুক্তদের ধরতে হবে। এর পাশাপাশি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী থাকা সত্ত্বেও কি ভাবে এই হামলা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছে পলিট ব্যুরো। বলা হয়েছে এই ঘটনার পর্যটন কেন্দ্রে নিরাপত্তার অভাব সহ হামলার সাথে জড়িত সকলের তদন্ত করা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব।
পলিট ব্যুরো বলেছে মৌলবাদী শক্তির বিরুদ্ধে যেই লড়াই সেই লড়াইয়ে দেশের মানুষের সাথে তারা আছে।

Comments :0

Login to leave a comment