AIDWA rally

‘প্রতিরোধের সমাবেশে’ অবরুদ্ধ রাসমণি রোড

রাজ্য

নারী নির্যাতন সহ একাধিক বিষয়কে সামনে রেখে ধর্মতলায় ‘প্রতিরোধ সমাবেশের’ ডাক দিয়ে সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। বেলা ১টার কিছু পরে শুরু হয় সমাবেশ। কিন্তু সভার কাজ শুরু হওয়ার অনেক আগে থেকেই বিভিন্ন জেলা থেকে সঙ্গঠনের সদস্যরা ভিড় জমাতে থাকে। অল্প সময়ের মধ্যেই ভর্তি হয়ে যায় রাণী রাসমণি অ্যাভিনিুয়ের দুটো রো। 


এদিনের সভায় বক্তব্য রাখবেন মহিলা নেত্রী বৃন্দা কারাত, মারিয়াম ধাওলে, পিকে শ্রীমতী। সভাপতিত্ব করছেন জাহানারা খান। মহিলা সমিতির রাজ্য সম্পাদক কনীনিকা ঘোষ বলেন, ‘‘পঞ্চায়েত নির্বাচনে শাসক দল যেই সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছিল সেখানে দাঁড়িয়ে মহিলারা বিভিন্ন বুথে প্রতিরোধ গড়ে তুলেছেন।’’ এই সভায় পঞ্চায়ত নির্বাচনে যেই সব সিপিআই(এম) কর্মীরা শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যরাও উপস্থিত রয়েছেন।

Comments :0

Login to leave a comment