Protest Bantala

প্রতিরোধ বানতলায়, পালালো তৃণমূলের দুষ্কৃতীরা

রাজ্য

Protest Bantala

সাধারণ মানুষের প্রতিরোধের মুখে ফিরে গেল তৃণমূলের দুষ্কৃতীরা। রবিবার সিপিআই(এম) লেদার কমপ্লেক্স এরিয়া কমিটির ঘোষিত পদযাত্রার কর্মসূচি ছিল সকালেই। বামনঘাটার মোট ৯টি বুথ এলাকা ছুঁয়ে এই পদযাত্রা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বানতলা বাজারের সামনে যখন পদযাত্রার প্রস্তুতি চলছে তখনই তৃণমূলের ২৫/৩০ জনের বাহিনী হামলা করে পার্টিকর্মীদের ওপর। বাসন্তী রোডের ওপর প্রকাশ্য দিবালোকে এই হামলা দেখে স্থির থাকতে পারেননি এলাকার মানুষ। ঘর থেকে বেরিয়ে এসে তীব্র প্রতিরোধ শুরু করেন। হামলাকারীরা তখন থমকে যায়, প্রতিরোধের তীব্রতা দেখে খানিক পরেই পালিয়ে যায়। আক্রমণে জখম হয়েছেন ৭জন পার্টি কর্মী। তাঁদের একজনের চোখ নষ্ট হওয়ার মুখে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


এলাকার গরুমারা ভেড়ি থেকে এই পদযাত্রা শুরু হয়ে বামনঘাটার ১৯টি বুথের ৯টি বুথ পরিক্রমা করার কথা ছিল। সেই মতো প্রশাসনের অনুমতিও নেওয়া ছিল। সকালে পদযাত্রীদের টিফিন তৈরি করা, ঝান্ডায় ডান্ডা লাগানোর প্রস্তুতির জন্য পার্টিকর্মীরা জড়ো হয়েছিলেন বানতলা বাজারের সামনে। তখনই এই আক্রমণের ঘটনা ঘটে। হামলার আকস্মিকতার ঘোর কাটিয়ে পার্টি কর্মীরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে যখন প্রতিরোধ করেন তখনই দুষ্কৃতীরা পালিয়ে যায়। এরপর পদযাত্রা শুরু হয়। প্রায় তিন শতাধিক মানুষ এই পদযাত্রায় অংশ নেন। বিকালে শেষ হয় এই পদযাত্রা।

Comments :0

Login to leave a comment