চিন্ময় কর- নারায়ণগড়
গত ১০ মার্চ মুচলেকা জমা দিতে হবে বলে এক চল্লিশ বছর বয়সি মহিলাকে তৃণমূল কার্যালয়ে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে। শুধু তাই নয় নির্যাতিতার যৌনাঙ্গে নুড়ি-পাথর ঢুকিয়ে ভয়ঙ্করভাবে নির্যাতন করার ঘটনার অভিযোগ নারায়ণগড় থানার এক গ্রামের তৃণমূল অঞ্চল সভাপতি লক্ষ্মীকান্ত শীটের বিরুদ্ধে। ওইদিন তৃণমূলের দপ্তর থেকে স্থানীয় মানুষ ও তৃণমূল কর্মীদের সঙ্গে নিয়ে অর্ধনগ্ন ও অচৈতন্য অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করেছেন তাঁর স্বামী। নারায়ণগড় থানায় ও জেলা পুলিশ সুপারকে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন ধর্ষিতার স্বামী। প্রথমে মকরামপুর স্বাস্থ্যকেন্দ্রে ওই মহিলাকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তড়িঘড়ি মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
ঘটনার ১৬ দিন পার হলেও ধর্ষক তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি লক্ষীকান্তকে শীটকে গ্রেপ্তার না করায় বুধবার নারায়নগড় থানার গেটেই রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় মানুষ। শ্লোগান ওঠে ‘ধর্ষক তোমারকে পুলিশ মন্ত্রী জবাব দাও’। অবরোধকারীরা সোচ্চার হয়ে বলেন, ধর্ষককে আড়াল করতে পুলিশি পাহারায় রাখা হয়েছে কেনো জবাব দাও। রোদ উপেক্ষা করেই এদিন নারায়নগড় হাট চালায় ঘটনাকে ধিক্কার জানিয়ে বিক্ষোভ মিছিল ও থানা অভিযান শুরু হয়। তুমুল বিক্ষোভ থানার গেট আটকে চলে প্রতিবাদ সভা। বিক্ষোভকারীদের বক্তব্য ধর্ষক তৃণমূল কংগ্রেস নেতা, মকরামপুর অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েত সদস্য। তোলাবাজি, নারী নির্যাতন সহ নানা অসমাজিক কাজে অভিযুক্ত।
এই বর্বরচিত কাজের পরে অর্ধনগ্ন ও অচৈতন্য অবস্থায় ওই মহিলাকে যারা উদ্ধার করেছেন, সাহায্য করেছিলেন তাদের মুখ বন্ধ করতে পুলিশ ও তৃণমূল কংগ্রেস যৌথ তৎপর। অন্যায় ভাবে অত্যাচার ও ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করছে বলে অভিযোগ তুলেছেন সিপিআই(এম) নেতা তাপস সিনহা। বিক্ষোভ সভায় তিনি বলেন, মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে আজ নিরাপত্তা হীনতায় ভুগছে। স্কুল ছাত্রী থেকে কলেজ পড়ুয়া, শ্রমজীবী মহিলা সহ বয়স্ক মহিলারাও নিরাপত্তাহীনতা বোধ করছেন। এ লজ্জা বাংলার ও বাঙালির। এরাজ্যে পুলিশ প্রসাশনের মেরুদণ্ড বন্ধক তোলাবাজ তৃণমূল, জমি হাঙর, দুর্নীতিবাজদের কাছে। এই ঘটনায় নির্যাতিতার পরিবার অভিযোগ দায়ের করলেও পুলিশ প্রসাশন ওই নির্যাতিতার চিকিৎসা ও জবানবন্দির পদক্ষেপ নেয়নি। অথচ অভিযুক্ত তৃণমূল নেতাকে রক্ষা করতে মস্তান বাহিনী নামিয়ে মকরামপুর জুড়ে সন্ত্রাস কায়েক করার মদত দিচ্ছে পুলিশ প্রসাশন। পরিবারটিকে আইনি লড়াইতে আমরা যেমন সাহায্য করছি, তেমনি পুলিশ প্রসাশনের এই দলদাস হয়ে ধর্ষক তৃণমূল নেতাকে গ্রেপ্তারের পরিবর্তে চৌকিদারের মতো পাহারা দিচ্ছে তারও প্রতিবাদ করছি।
ঘটনার পরের দিন গত ১১ মার্চ নারায়নগড় থানায় বিক্ষোভ সহ পথ অবরোধ করে ধর্ষক তৃণমূল নেতাকে গ্রেপ্তারের দাবিতে ডেপুটেশন দেওয়া হয়েছিলো সিপিআই(এম)’র পক্ষ থেকে। পুলিশ প্রসাশন সেই ধর্ষককে গ্রেপ্তার না করে তাকে আইনি সুযোগ নিতে সাহায্য করছে। এই পুলিশ প্রসাশন নাকি মানবিক তার সার্টিফিকেট দেয় জেলার পুলিশ সুপার। নারায়নগড় ব্লকের বহু গ্রাম থেকে মহিলার সামিল হয় এদিনের বিক্ষোভ মিছিলে। বক্তব্য রাখেন পার্টি নেতা মদন বোস, ভাস্কর দত্ত এবং মহিলা নেত্রী তনুশ্রী পাত্র সহ প্রমুখ।
Comments :0