অবিলম্বে স্টপেজের দাবীতে রেল অবরোধ শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার সকালে এই ঘটনায় উত্তেজনা ছড়ায় জলপাইগুড়ি বোয়ালমারী নন্দনপুর গ্রামপঞ্চায়েত এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবী স্থানীয় কেরার পাড়া হল্ট সেশনে হলদিবাড়ি থেকে শিলিগুড়ি গামী প্যাসেঞ্জার ট্রেন করোনার আগে পর্যন্ত দাঁড়াত। কিন্তু করোনার পরিস্থিতি পার হয়ে যাওয়ার পর আজও তা নতুন করে চালু হয়নি। স্থানীয় বাসিন্দারা এখান থেকে সবজি নিয়ে জলপাইগুড়ি কিংবা শিলিগুড়ি যায়। ট্রেন বন্ধ থাকায় তাদের গাড়ি ভাড়া করে নিয়ে যেতে হয়। এছাড়া নিত্যযাত্রীরাও ভোগান্তির শিকার হন প্রতিদিন। তাই এই সমস্যা সমাধানে তারা বহু আবেদন নিবেদন করেলেও সমস্যার সমাধান না হওয়ায় শুক্রবার সকালে প্যাসেঞ্জার ট্রেন অবরোধ করেন তার।
Rail blockage
হল্ট স্টেশনের দাবিতে রেল অবরোধ
×
Comments :0