Rail

গ্রুপ সি’র নিয়োগ বাতিল করলো রেল

জাতীয়

গ্রুপ সি পদের সব নিয়োগ বাতিল করলো রেল। বিজ্ঞপ্তি জানানো হয়েছে মন্ত্রকের পক্ষ থেকে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর  রেলওয়ে বোর্ড ৪ মার্চ পর্যন্ত অনুমোদিত না হওয়া গ্রুপ সি পদে চাকরির জন্য এলডিসিই/জিডিসিই-সহ সমস্ত বিভাগীয় মনোনয়ন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে বিভিন্ন জোনের শীর্ষপদস্ত আধিকারিকদের সেই নির্দেশিকা পাঠানো হয়েছে।
রেল সূত্রে খবর নিয়োগের অনিয়ম হয়েছে, তাই তারা নিয়োগ বাতিল করছে। নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন বিষয় পুনর্বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে রেলের পক্ষ থেকে। এর পাশাপাশি নির্দেশিকায় বলা হয়েছে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নিয়োগ সংক্রান্ত কোন বিষয় পদক্ষেপ না করার জন্য। 
সম্প্রতি উত্তরপ্রদেশে রেলের পরীক্ষাকে কেন্দ্র করে একাদিক দুর্নীতির অভিযোগ সামনে আসে। প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা সামনে আসে, জানা যায় অর্থীক লেনদেনের কথাও।

Comments :0

Login to leave a comment