Alipurduar

আলিপুরদুয়ারে নিহত যুবতীর বাড়িতে ছাত্র যুব মহিলারা

রাজ্য জেলা

আরজি কর কাণ্ডে দোষীর শাস্তি নিয়ে রাজ্য রাজনীতিতে চাপানউতর অব্যাহত। এর মধ্যে আলিপুরদুয়ার জেলায় একের পর এক খুন-ধর্ষণ- পুড়িয়ে প্রমান লোপাটের চেষ্টা, আবার কোথাও ধর্ষণ করে পুকুরে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের জয়গাঁও থানা একলাকার এক ২২ বছর বয়সী এক যুবতীকে ধর্ষণ করে খুনের অভিযোগ। রাতে চা বাগানের ঝোপ থেকে ওই যুবতীর দেহ উদ্ধার হয়। ছিলেন চা শ্রমিক। পরিবারের অভিযোগ তাদের মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং এই কাজে যুক্ত একাধিক ব্যক্তি।   
শুক্রবার ছাত্র যুব মহিলা এবং সামাজিক ন্যায় মঞ্চের প্রতিনিধিরা নিহত যুবতীর বাড়ি গিয়ে পরিবারের সাথে দেখা করেন। ছিলেন এস এফ আই ইন্দনীল বড়ুয়া,  ডি ওয়াই এফ আই রাজ্য নেতা বাপন গোপ, জেলা  সভাপতি ভাস্কর রায়, জেলা সম্পাদক প্রশান্ত ঘোষ,  মহিলা নেত্রী আশা ছেত্রী এবং অপর্না রায়, সামাজিক ন্যায় মঞ্চের জেলা সম্পাদক অরবিন্দ রায় সহ অন্যান্যরা। পরিবারের সাথে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তাঁরা। আরজি কর, জঁয়গা, ফালাকাটা, কুমারগ্রামের প্রসঙ্গ টেনে এনে প্রতিনিধিরা বলেছেন সেখানকার নির্যাতিতার পরিবার এখনও বিচার পায়নি। আজও সেখানে যুবতী খুন ধর্ষণের প্রতিবাদ স্থানীয় বাসিন্দারা মিছিল করে। এদিন নেতৃবৃন্দ জানিয়েছেন ময়নাতদন্তের রিপোর্ট যাতে তাড়াতাড়ি পরিবারটি পায় তার জন্য যুব নেতৃত্ব কথা বলবেন পাশাপাশি তাদের পাশে থেকে আইনি সহযোগীতার সাহায্য থাকবে। শেষ পর্যন্ত লড়াইয়ে পরিবারের পাশে থাকবেন।
নেতৃবৃন্দ আরও বলেন, গোটা রাজ্যে নারীদের উপর যে ভাবে একের পর নারকীয় ঘটনা ঘটছে। তাতে আলিপুরদুয়ার জেলা সহ গোটা রাজ্য আতঙ্কিত। তৃণমূলের মদতে সারা রাজ্যে আইন শৃঙ্খলা তলানীতে। যুবতী চা শ্রমিককে ধর্ষণ করে খুনৃর ঘটনায় দলশিংপাড়া পুলিশ একজন অভিযুক্তকে হেপাজতে নিয়েছে। এর আগে জয়গাঁ-ফালাকাটা-কুমারগ্রাম প্রত্যেকের বয়স ছয় থেকে নয়। তারা এখনো বিচার পায়নি। পুলিশ প্রশাসন বলছে দেখছি- দেখব- তদন্ত হচ্ছে। মানুষ বলছে রাজ্যে আইনের শাসন উঠে গেছে। এখন শাসকের আইন চলছে। মানুষ এখন বিশ্বাস করতে চাইছে না পুলিশকে। আমরা দেখেছি পুলিশের উপর ভরষা হারিয়ে ফালাকাটায় স্থানীয়রা এক অভিযুক্তকে পিটিয়ে মেরেছে। দলশিংপাড়া ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শুরু হয় তীব্র প্রতিবাদ। গ্রামের সমস্ত মানুষ জড়ো হয়ে ‘‘উই ওয়ান্ট জাস্টিস’’ প্লাকার্ড লিখে স্লোগান তুলে বিক্ষোভ দেখাচ্ছেন। আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি। আর বন্ধ হোক নারীদের উপর অত্যাচার।

Comments :0

Login to leave a comment