RG KAR PROTEST

বিচারের দাবিতে একসঙ্গে তিন দপ্তরে প্রতিবাদী, চিকিৎসকরা

রাজ্য কলকাতা

বিচারের দাবিতে একযোগে তিন দপ্তরে এবার প্রতিবাদীরা। চিকিৎসক এবং ‘অভয়া মঞ্চ’ যৌথভাবে চালাচ্ছে প্রতিবাদ। বৃহ্সপতিবার বিকেলে ধর্মতলায় পাঁচটি মঞ্চের ডাকে হবে সমাবেশও। 
হাইকোর্টে এদিনও ধর্মতলায় ধরনা চালিয়ে যাওয়ার জন্য অনুমতির আবেদন নিয়ে মামলার হয়েছে শুনানি। চিকিৎসক আন্দোলনের নেতা উৎপল ব্যানার্জি জানিয়েছে, বিকেলে ধর্মতলায় প্রতিবাদীরা যৌথ সভা থেকে ঠিক করবে কী করণীয়। তবে বিচারের দাবিতে আন্দোলন চলবে। সিবিআই এবং রাজ্য সরকার দুয়ের ভূমিকা নিয়েই প্রশ্ন রয়েছে।’’
নিজার প্যালেসে এদিন সিবিআই’র দপ্তরে প্রতিবাদীরা জানতে চাইছেন যে রাজ্য সরকার অনুমতি না দিলে সন্দীপ ঘোষ বা তাঁর সঙ্গীরা ছাড় পাবেন কেন। তা’হলে বিচারের আওতায় এদের আনতে কী করবে সিবিআই।
দুর্নীতি সংক্রান্ত মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট দায়েরের অনুমোদন দেয়নি রাজ্য। চার্জশিট জমা না পড়ায় মিলেছে জামিন। কেন অনুমোদন নেই রাজ্যের, নাবন্নে সেই প্রশ্ন তুলতে চাইছেন চিকিৎসক এবং প্রতিবাদীরা। 
চিকিৎসকদের যৌথ মঞ্চ ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস’ জানিয়েছে সিজিও কমপ্লেক্সে তোলা হবে যে কেন প্রমাণ লোপাটের প্রমাণ সত্ত্বেও মূল অপরাধের মামলায় সন্দীপ ঘোষ এবং তার সঙ্গীরা নেই। সিএফএসএল রিপোর্টে হত্যাকাণ্ডের স্থান নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সিবিআই সুপ্রিম কোর্টেও জানিয়েছিল ‘ক্রাইম সিন’ বদলানো হয়েছে। তা’হলে প্রমাণ লোপাটে জড়িতদের খোঁজে তদন্ত হবে না কেন। কেন সে সময়ে আরজি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষকে প্রমাণ লোপাটে অভিযুক্ত করা হবে না।

Comments :0

Login to leave a comment