rigging in Islampur

দেদার ছাপ্পা, ভোট না দিতে পারলেন না কেউ

রাজ্য জেলা পঞ্চায়েত ২০২৩

ইসলামপুরের আগডিমটি খুন্তি গ্রামের পঞ্চায়েতের ভাটপুকুর বুথের ঘটনা। বেলা ৯.০০টায়  ৯৩ শতাংশ ভোট হয়ে গেছে। ভোট কর্মীরা বুথের বাইরে।

বুথ দখল করে ছাপ্পা ভোটের অভিযোগ উঠল তৃণমূলের একদা নেতা নির্দল প্রার্থীর লোকজনের বিরুদ্ধে। এলাকায় বোমাবাজি-গুলি চালানোর অভিযোগ উঠেছে। ইসলামপুর ব্লকের আগডিমটি খুন্তি গ্রাম পঞ্চায়েতের ঝাড়বাড়ি এলাকার ২৮ নম্বর বুথের ঘটনা। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন মোজাফ্ফর হোসেন নামে এক তৃণমূল কর্মী। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, তৃণমূল কর্মীরা ভোট দিতে গিয়েছিলেন। সেইসময় জখম হন ওই কর্মী। যদিও নির্দল প্রার্থীর তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। নির্দল প্রার্থী সমর্থিত বিধায়ক আব্দুল করিম চৌধুরী জানান, শাসকদল সকাল থেকে ছাপ্পা ভোট চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থলে রয়েছে পুলিশ।

এদিকে ভোট শুরু হওয়ার দুঘণ্টার মধ্যেই ইসলামপুর ব্লকের আগডিমটি খুন্তি গ্রাম পঞ্চায়েতের একটি বুথে ভোট প্রক্রিয়া শেষ! বিরোধীদের অভিযোগ, তৃণমূলের ব্লক সভাপতি জাকির হোসেনের লোকজন ভোটকর্মীদের বাইরে বের করে দিয়ে দেদারে ছাপ্পা ভোট দিয়েছে। যদিও জাকির হোসেন সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

 

Comments :0

Login to leave a comment