বুন্দেশলিগায় বায়ার্ন মিউনিখের হয়ে খেলতে গিয়ে গত সপ্তাহে গুরুতর চোট পান সেনেগালের জাতীয় দলের স্ট্রাইকার সাদিও মানে। চোট সত্ত্বেও মানে’কে দলে রেখেই খেলোয়াড়দের তালিকা তৈরি করে সেনেগালের টিম ম্যানেজমেন্ট। মনে করা হচ্ছিল, বিশ্বকাপ শুরুর আগেই সুস্থ হয়ে উঠবেন সাদিও। কিন্তু সমস্ত আশায় জল ঢেলে শুক্রবার বায়ার্নের তরফে জানানো হয়েছে, মানে’র সুস্থ হয়ে উঠতে সময় লাগবে। ফলে ২০২২ বিশ্বকাপে মাঠে নামতে পারবেন না তিনি।
গত সপ্তাহে বায়ার্ন মিউনিখ বনাম ওয়ের্ডের ব্রেমেন ম্যাচে পায়ের টেন্ডন পেশিতে চোট পান মানে। মানে’র চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে বায়ার্ন। বৃহষ্পতিবার অস্ট্রিয়ার ইন্সবার্গ হাসপাতালে তাঁর অস্ত্রপচার হয়। বায়ার্ন সূত্রে খবর, সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে মানে’র বেশ কিছুটা সময় লাগবে। আগামী সপ্তাহ থেকে তাঁর ‘রিহ্যাব’ শুরু হবে। সেনেগালের জাতীয় দলের ফিজিও এবং চিকিৎসকরাও এই বিষয়ে বায়ার্নের সঙ্গে যোগাযোগ রাখছেন।
সোমবার নেদারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে সেনেগাল। তারপরে তাঁরা কাতার এবং ইকুয়েডরের মুখোমুখি হবে। দলের অধিনায়ক সাদিও মানেকে সামনে রেখেই বিশ্বকাপের যাবতীয় ছক সাজিয়েছিল সেনেগাল। কিন্তু তাঁর চোটের ফলে সবটাই ভেস্তে গিয়েছে। বিশ্বকাপে টিকে থাকতে নতুন ছক সাজাতে শুরু করেছেন ২০২১ আফ্রিকান কাপ অফ নেশন্স জয়ীরা।
Comments :0