তিনি বলেন, গতকাল বিধানসভায় ব্রাত্য বসু বলেছেন যারা নতুন সরকারি স্কুলে পড়াতে আসছেন তাদের প্রথম দুই তিন বছর গ্রামের স্কুলে পড়াতে হবে। এসএফআইয়ের প্রশ্ন গ্রামের স্কুল কোথায়? রাজ্যর সরকার অপদার্থতার কারণে আট হাজারের বেশি স্কুল বন্ধ হয়ে যেতে বসেছে।
দেবাঞ্জন বলেন, ‘‘শিক্ষামন্ত্রী যখন বিধানসভায় দাঁড়িয়ে এই কথা বলছে তখণ তারই দপ্তর থেকে বাঁকুড়ার সাতটি এমএসকে বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে। গ্রামে গিয়ে পড়ানোর কথা বলছে আর অন্য দিকে স্কুল বন্ধ করে দিচ্ছে।’’
রাজ্যে বেড়ে চলা বেসরকারি স্কুল গুলোর ফি কাঠামো নিয়ে সরকারকে আক্রমণ করে এসএফআই রাজ্য নেতৃত্ব বলে, দুবছর আগে এই সরকার বলেছিল যে বেসরকারি স্কুল গুলোকে ফি কমাতে হবে। কিন্তু ফি কমেনি। উল্টে বেড়েছে।
Comments :0