পশ্চিম মেদিনীপুরের মেডিক্যাল কলেজে জাল স্যালাইন ও বিষাক্ত ওষুধের জেরে প্রসূতি মৃত্যুর ঘটনা ও তার প্রতিবাদের জেরে বাম কর্মীদের উপর পুলিশি দমন পীড়নের প্রতিবাদে সোমবার মিছিলে হাঁটলেন ছাত্র যুব এবং মহিলারা। এদিন বিকেল পাঁচটা নাগাদ নোনাপুকুর ট্রামডিপো থেকে মিছিল শুরু হয়। মিছিল শেষ হয় মৌলালিতে। ছিলেন ছাত্র যুব ও মহিলা নেতৃবৃন্দ। বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ বলেন, তৃণমূলের প্রশ্রয়ে গোটা রাজ্যজুড়েই চলছে দুর্নীতির সাম্রাজ্য। চুরি, দুর্নীতিতে মদত দিচ্ছে শাসক দলের সর্বচ্চ নেতৃত্ব। লুট, দুর্নীতির টাকা চলছে এই তৃণমূল সরকার। হাসপাতালে ভেজাল ওষুধ, ভেজাল স্যালাইন চলছে। আর এই দুর্নীতিচক্রকে টিকিয়ে রাখার জন্য হুমকি সংস্কৃতি বা ‘থ্রেট কালচার’ চালানো হচ্ছে। হাসপাতালে দুর্নীতির দাপটে জীবন বিপন্ন হচ্ছে রোগীদের। তারই নমুনা এই মেদিনীপুর মেডিক্যাল কলেজে। স্বাস্থ্য বা শিক্ষা তো বটেই, রাজ্যে তৃণমূল সরকারের মেয়াদে কোনও ক্ষেত্র দুর্নীতির বাইরে নেই। আর দুর্নীতিগ্রস্তদের আড়াল করে চলেছে তৃণমূল সরকার। নেতৃবৃন্দের দাবি এই ঘটনার জন্য দায়ি রাজ্য সরকার।
এদিন রাজ্যের বিভিন্ন এলাকায় স্যালাইন ও বিষাক্ত ওষুধের জেরে প্রসূতি মৃত্যুর ঘটনার প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ সভা হয়। এদিন সন্ধ্যায় সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতির কালনা শহর আঞ্চলিক কমিটির উদ্যোগে কালনা শহরে প্রতিবাদ সভা ও স্বাস্থ্য মন্ত্রীর কুশপুত্তুল দাহ করা হয়। সোমবার এই ঘটনার প্রতিবাদে পথে নামে মানিকচক ব্লকের এসএফআই, ডিওয়াইএফআই গণতান্ত্রিক মহিলা সমিতি। এই প্রতিবাদে ছাত্র, যুব ও মহিলা সদহৃরা দীর্ঘক্ষণ মথুরাপুর রাজ্য সড়ক অবরোধ করে প্রতিবাদ ও ধিক্কার জানান।
Protest Rally
জাল স্যালাইন, স্বাস্থ্যে দুর্নীতির প্রতিবাদে মিছিল রাজ্যজুড়ে
×
Comments :0