সকাল থেকেই ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে রাজ্যের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে। এদিন সকালে টিএমসিপি এবং এসএফআইয়ের সংঘর্ষে উত্তপ্ত হয় মেদিনীপুর কলেজ। এবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। ধর্মঘট চলার মাঝে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ে একদল বহিরাগত, যারা তৃণমূল ঘনিষ্ঠ। বচসা শুরু হয় এসএফআই কর্মীদের সঙ্গে। তৃণমূল বলে, ধর্মঘটের সমর্থনে কোন পিকেটিং করা যাবে না। উত্তেজনা ছড়ায় দুই পক্ষের মধ্যে, শুরু হয় হাতাহাতি। ক্লাসরুমে ঢুকে হামলা চালায় বহিরাগত তৃণমূল দুষ্কৃতীরা।
আহত হয়েছেন কয়েকজন এসএফআই কর্মী। এসএফআই রাজ্য নেতৃত্বের দাবি, বিভিন্ন জায়গায় বাইরে থেকে লোক এনে ঝামেলা তৈরি করছে টিএমসিপি। একাধিক জায়গায় তৃণমূল এবং পুলিশের যৌথ বাহিনীর হামলার মুখে প্রতিরোধ গড়ছেন ছাত্ররা।
এর পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের গেটে সকাল থেকেই চলছে এসএফআইয়ের পিকেটিং। এদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে ধর্মঘটের সমর্থনে মিছিল করেন এসএফআই কর্মীরা।
Comments :0