মালদার কালিয়াচক ১ নং ব্লকের সুলতানগঞ্জ এলাকায় একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ। এমনটাই জানা যাচ্ছে স্থানীয় সূত্রে। পারিবারিক জমি বিবাদের জেরে এই ঘটনা। আহত ব্যাক্তির নাজিমুল হক। মালদার কালিয়াচকের সুলতানগঞ্জে তাঁর বাড়ি। কালিয়াচক ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের কাছে ঘটনাটি ঘটে। নাজমূল হকের অভিযোগ বেশ কয়েকজন দুষ্কৃতী তাকে আক্রমণ করে। তাকে লক্ষ কের গুলি চালালে পায়ে গিয়ে দুটি গুলি লাগে। পরিবারের লোকেরা তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। বর্তমানে তাঁর শারিরীক পরিস্থিতি স্থিতিশীল। 
Shoot out
কালিয়াচকে গুলিবিদ্ধ এক ব্যাক্তি
                                    ছবি প্রতীকি
                                
                                    ×
                                    
                                
                                                        
                                        
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0