আরজি কর ধর্ষণ-খুন কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের কাজে অভিযুক্ত পানিহাটির ১৭ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সোমনাথ দে-কে ‘পুরস্কার’ হিসাবে পানিহাটি পৌরসভার পৌরপ্রধান করা হয়েছে বলেই মনে করছেন পানিহাটির নাগরিকরা। শনিবার বারাকপুর রেল স্টেশনে হবে প্রতিবাদী সমাবেশ। নিহত চিকিৎসকের বিচারের দাবিতে ফের সরব হবেন নাগরিকরা।
চিকিৎসক-ছাত্রী কর্তব্যরত অবস্থায় আরজিকর হাসপাতালে নির্যাতন ও খুনের শিকার হওয়ার নৃশংস ঘটনায় শিয়ালদহ আদালতের রায়ে স্পষ্ট করে লেখা আছে, বিধায়ক নির্মল ঘোষ, ১৭ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সোমনাথ দে, এবং প্রাক্তন পৌর প্রতিনিধি সঞ্জীব মুখার্জি তথ্য প্রমাণ লোপাটের অপরাধে যুক্ত। দ্বিতীয়বার ময়না তদন্ত করার আবেদন করায় নিহিত চিকিৎসক-ছাত্রীর বাবা এবং মা-কে যখন টালা থানায় দেড় ঘন্টা ধরে বসিয়ে রাখা হয়েছিল, সেই সময়, মৃতদেহ নিয়ে সোদপুরে চলে এসেছিলেন যাঁরা তাঁদের মধ্যে ছিলেন এই সোমনাথ দে। চিকিৎসকের বাবা এবং মা-কে সরিয়ে রেখে দেহ দাহ করা হয়। পানিহাটি শ্মশানঘাটে নিহত চিকিৎসকের দাহের সময় শ্মশানঘাটের সার্টিফিকেটে জ্বলজ্বল করছে সোমনাথ দে’র নামটি। এই সার্টিফিকেটে রয়েছে তৃণমূল নেতা সঞ্জীব মুখার্জির সইও। অথচ এই সার্টিফিকেটে থাকার কথা পরিবারের সদস্যদের সই। শিয়ালদহ কোর্টের রায় সহ কথাগুলি তুলে ধরে শুক্রবার অভয়ার বাবা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, তথ্য প্রমাণ লোপাটের কাজ করার পুরস্কার দেওয়ার জন্যই, সোমনাথ দে-কে পৌরপ্রধান করেছেন মমতা ব্যানার্জি। এই ধরনের অপরাধীকে পৌরপ্রধান পদে বসানো হয়েছে দেখে বিস্মিত হচ্ছি। এরকম অন্যায়ের বিচার করার জন্য রাজ্যবাসীকেই বলব। আগামী দিনে মানুষ এই অন্যায়ের বিচার করবেন বলে মনে করি। অপরাধীদের এভাবে পুরস্কৃত করার জন্যই রাজ্যে অপরাধ বেড়ে চলেছে।
Panihati Municipality
অভিযুক্ত পানিহাটির পৌরপ্রধান, আর জি কর কাণ্ডে বিচার চেয়ে সমাবেশ বিকেলে

×
Comments :0