প্রয়াত সত্যজিৎ রায়ের সিনেম্যাটোগ্রাফার সৌমেন্দু রায়। বুধবার বালিগঞ্জের নিজের বাসভবনে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। পরিবার সূত্রে কবর দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত কারণে ভুগ ছিলেন।
পথের পাঁচালি সহ সত্যজিৎ রায়ের ২১টি সিনেমায় সিনেম্যাটোগ্রাফারের ভূমিকা তিনি পালন করেছেন। পথের পাঁচালিতে সূব্রত মিত্রের সহকারি ছিলেন তিনি। ১৯৬০ সালে রায়ের রবীন্দ্রনাথ ঠাকুর সিনেমার মধ্যে দিয়ে সরাসরি তার সত্যজিৎ রায়ের সাথে কাজের সূত্রপাত। তারপর ১৯৯২ সাল পর্যন্ত টানা একসাথে তারা বহু কাজ করেছেন। সত্যজিৎ রায় ছাড়াও বাংলা সিনেমার বহু বিখ্যাত পরিচালক যেমন তপন সিনহা, বুদ্ধদেব দাশগুপ্ত, তরুণ মজুমদারদের সাথেও তিনি কাজ করেছেন।
রূপকলা কেন্দ্রের সিনেম্যাটোগ্রাফি বিভাগের প্রধান ছিলেন সৌমেন্দু রায়। নিজের পরিবার না থাকায় দাদার পরিবারের সদস্যদের সাথে তিনি থাকতেন। ২০০০ সালে কার্যত অবসর নেওয়ার পর বিভিন্ন প্রতিষ্ঠানে সিনেম্যাটোগ্রাফি সম্পর্কে অধ্যাপনার কাজে যুক্ত থেকেছেন তিনি।
SOUMENDU ROY
প্রয়াত সৌমেন্দু রায়
×
Comments :0