Abhijit Ganguly

অযোগ্যদের নামের তালিকা চাইলেন বিচারপতি

রাজ্য

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

সাদা খাতা জমা দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের নামের তালিকা সিবিআই’র কাছে চাইলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার এসএসসি দুর্নীতি সংক্রান্ত একটি মামলার শুনানি চলাকালিন তিনি মন্তব্য করেন যে, ‘‘সাদা খাতা জমা দিয়ে যারা চাকরি পেয়েছে তারা পদত্যাগ না করলে এবার আদালত ব্যবস্থা নেবে।’’ উল্লেখ্য সাদা খাতা জমা দিয়ে যারা শিক্ষকের চাকরি পেয়েছিল তাদের গত ৮ নভেম্বরের মধ্যে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গেপাধ্যায়ের ডিভিসন বেঞ্চের পক্ষ থেকে। অযোগ্যরা কেন এখনও পদত্যাগ করেনি সেই বিষয় সিবিআইকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশ্নের মুখে পড়তে হয়। 

এর পাশাপাশি বুধবার নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে সিবিআই’র প্রতিনিধিদের নিয়ে গঠিত সিটের প্রধানকে তাঁর সাথে দেখা করার নির্দেশ দিয়েছেন। 

Comments :0

Login to leave a comment