State Governor Clash

সচিব নিয়ে রাজ্য-রাজভবন সংঘাত

রাজ্য

কে রাজ্যপালের সচিব হবে, তা নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত। রাজ্য সরকার নিজের ঘনিষ্ট আমলাকে সচিব পদে বসাতে চায়। অন্যদিকে রাজ্যের সুপারিশ না মেনে রাজভবনের পক্ষ নতুন সচিবের জন্য নাম প্রস্তাব করেছে।

সংবাদ সংস্থা পিটিআইকে রাজভবনের এক আধিকারিক জানিয়েছেন, ‘‘রবিবার নন্দিনী চক্রবর্তীকে রাজ্যপাল প্রধান সচিবের পদ থেকে রিলিজ করা হয়েছে। রাজ্যপালের অফিসের কাজ সামলানোন জন্য নতুন একটি গোষ্ঠী তৈরি করা হয়েছে।’’

রাজভবনের পক্ষ থেকে ১৯৮৪ সালের ব্যাচের আইপিএস এবং প্রাক্তন সিবিআই কর্তা রাকেশ অস্থানার নাম পাঠানো হয়েছে। 

রাজ্যপাল হয়ে আসার পর সিভি আনন্দ বোসকে বিভিন্ন সময় মুখ্যমন্ত্রীর প্রশংসা করতে দেখা গিয়েছে। কিন্তু নতুন সচিবকে হবে তা নিয়ে ফের সংঘাতে রাজ্য এবং রাজভবন। সোমবার উপরাষ্ট্রপতি এবং প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকারের সঙ্গে দিল্লিতে দেখা করে এদিন সকালে শহরে ফিরেছেন বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস। 

Comments :0

Login to leave a comment