High Court

সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে রাজ্যের আবেদনকে চ্যালেঞ্জ সিবিআইয়ের

রাজ্য

আরজি কর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। সেই মামলার ভিত্তি কতটা তা নিয়ে বুধবার প্রশ্ন তুললো সিবিআই। মঙ্গলবার বিচারপতি দেবাংশু বসাক এবং মহম্মদ রশিদির বেঞ্চে আবেদন করে রাজ্য। পাল্টা সিবিআইয়ের পক্ষ থেকে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। 
আদালতে সিবিআইয়ের পক্ষ থেকে এদিন বলা হয় যে নিম্ন আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে তিন পক্ষ উচ্চ-আদালতে মামলা দায়ের করতে পারে। তাঁদের বক্তব্য, সঞ্জয় রায়, সিবিআই এবং নির্যাতিতার পরিবার শিয়ালদহ আদালতের রায়ের ভিত্তিতে মামলা করতে পারে হাইকোর্টে। এদিন রাজ্যের আইনজীবীর কাছে জানতে চাওয়া হয় যে নির্যাতিতার পরিবারের সঙ্গে সরকারের কোন প্রতিনিধির এই নিয়ে কোন কথা হয়েছে কি না? রাজ্য জানায় যে কোন কথা হয়নি। নির্যাতিতার বাবা জানিয়েছেন, তাঁরা সঞ্জয় রায়ের পাশাপাশি এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের এবং প্রমান লোপাটের ঘটনার সাথেও যারা যুক্ত তাদেরও শাস্তি চাইছে।
রাজ্যের পক্ষ থেকে আইনজীবী সিবিআইয়ের বিরোধিতা করে জানান যে সিআরপিসি ৩৭৭ এবং ৩৭৮ ধারা অনুযায়ী উচ্চ-আদালতে আবেদন জানাতে পারে রাজ্য।
বুধবার হাইকোর্ট জানিয়েছে রাজ্যের এই মামলা তারা গ্রহণ করেন কিনা তার রায় দেবেন আগামী সপ্তাহে।
সোমবার শিয়ালদহ আদালতে আরজি কর হাসপাতালে চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়ের আজীবন কারাদন্ডের সাজা হয়। সেই রায় সামনে আসার পরপরই মুখ্যমন্ত্রী জানান যে তিনি এই রায় খুশি নয়। ফাঁসি হলে খুশি হতেন। তার হাতে থাকলে তিনি ফাঁসির ব্যবস্থা করে দিতেন!

Comments :0

Login to leave a comment