রেগার বকেয়া মজুরির জন্য ৩ হাজার ৭০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা ছিল বাজেটে। জারি হয়েছে বিজ্ঞপ্তি। মাস না পেরতেই কমে গেল বরাদ্দ। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য রেগার বকেয়া মেটাতে বরাদ্দ করেছে মোট ২ হাজার ৬৫০কোটি টাকা। ঘোষণা থেকে বরাদ্দ কমে গেল ১ হাজার ৫০ কোটি টাকা।
সবচেয়ে বেশি বরাদ্দ দক্ষিণ ২৪পরগনায়, ৩৪৬কোটি টাকা। আলিপুরদুয়ারে বরাদ্দ ১৫৬ কোটি টাকার কিছু বেশি, বাঁকুড়ায় ১০৩ কোটি টাকা, পূর্ব মেদিনীপুরে ১৯০ কোটি টাকার কিছু বেশি।
এই বরাদ্দ যদিও বাড়তি খরচ নয়। রেগা বা একশো দিনের কাজ কেন্দ্রীয় প্রকল্প। টাকা দেওয়ার কথা কেন্দ্রেই। কিন্তু তৃণমূলের বিপুল দুর্নীতি দেখিয়ে বরাদ্দ বন্ধ করেছে কেন্দ্র। দুর্নীতি হয়নি, বুক বাজিয়ে বলার অবস্থাতেই নেই তৃণমূল। গ্রামবাংলায় তীব্র ক্ষোভ একশো দিনের মজুরি না পাওয়ায়। ক্ষোভ দুর্নীতিতেও। বকেয়া মেটানোর দাবিতে আন্দোলনও চলছে।
৮ ফেব্রুয়ারি বাজেটে বকেয়া মজুরি দেওয়ার দায়িত্ব ঘোষণা করতে হয় রাজ্যকে। আসলে তৃণমূল কংগ্রেসের নেতা থেকে পঞ্চায়েত সদস্যদের দুর্নীতির দায় চাপানো হয়েছে সরকারি কোষাগারের ওপর। পুষিয়ে দেওয়ার নীতিতেই এই বরাদ্দ। রাজ্য সরকারের হিসেব, ২১ লক্ষ জবকার্ডধারীকে বকেয়া মজুরি দিতে হবে।
পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের এনআরইজিএস সেলের তরফে জারি বিজ্ঞপ্তিতে জেলাশাসকদের উদ্যোগ নিতে বলা হয়েছে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতি অর্থাৎ সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে। ২৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের মধ্যে কাজ গোটাতে বলা হয়েছে।
রাজ্য বাজেটে ‘প্রত্যেক জবকার্ডধারী’-কে কমপক্ষে ৫০ দিন’ করে কাজ দেওয়ার একটি প্রকল্পও ঘোষণা করা হয়েছে। নাম দেওয়া হয়েছে ‘কর্মশ্রী।’ এই প্রকল্প আগামী মে থেকে চালু হবে বলে রাজ্য সরকারের প্রতিশ্রুতি। উল্লেখযোগ্য হলো, এই প্রকল্পে রাজ্য সরকার আগামী এক বছরে কত টাকা খরচ করবে, তার বরাদ্দ কত— এসব কিছুই ওই ঘোষণায় নেই। কিন্তু হিসাব বলছে, দৈনিক মজুরির হার এখনকার মতো থাকলেও এই খাতে সরকারের খরচ হবে অন্তত ৪৭,৭০০ কোটি টাকা! পুরোপুরি ভাঁওতার ঘোষণা এটি- দাবি পঞ্চায়েতের অনেক কর্মী, অফিসারেরই।
রেগা এবং আবাস যোজনায় দুর্নীতির কারণে তীব্র ক্ষোভের মুখে রাজ্যের সরকার। গ্রামে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বামপন্থীরাই। আবার বামপন্থীরাই বিরোধিতা করেছেন কেন্দ্রের বিজেপি সরকারের পদক্ষেপেরও। দোষীদের শাস্তি না দিয়ে গরিব মানুষের মজুরি বন্ধ করার প্রতিবাদেও সোচ্চার বামপন্থীরাই।
REGA BENGAL
রেগার বকেয়া মেটানোর টাকাও কমালো রাজ্য
×
Comments :0