Supreme Court

ধর্ষণের চেষ্টা মামলায় এলাহাবাদ হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

জাতীয়

কাসগঞ্জ মামলায় এলাহাবাদ হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ জারি করলো সুপ্রিম কোর্ট। বুধবার এলাহাবাদ হাইকোর্টের ২০২১ সালে কাসগঞ্জের দুই ব্যক্তির বিরুদ্ধে এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ ওঠে। জানা যায় দুই অভিযুক্ত নাবালিকার বুকে হাত দিয়েছে এবং তার পাজামার দড়ি খুলে দিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়। নিম্ন আদালত হয়ে মামলা হাইকোর্টে গেলে বিচারপতি বলেন, বুকে হাত দেওয়া এবং পাজামার দড়ি খোলা বা খোলার চেষ্টা করা ধর্ষণ বা ধর্ষণ করার চেষ্টা নয়।
বিচারপতি আরও বলেন, এই ঘটনা যৌন হেনস্তার ঘটনা। কিন্তু ধর্ষণের চেষ্টার অভিযোগ আনতে গেলে আইনজীবীকে তার সপক্ষে প্রমাণ দিতে হবে। তিনি আরও বলেন অভিযুক্তরা যে ধর্ষণ করতে গিয়েছিলেন এমন কোন রেকর্ড তথ্য পাওয়া যায়নি।
আদালতের এই রায় সামনে আসার পর বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়।
হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তারপর স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে সুপ্রিম কোর্ট। এদিন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি জর্জ মাসিহ’র বেঞ্চ বলে, হাইকোর্টের এই রায়ের মাধ্যমে বিচর বিভাগের উদাসীনতা প্রকাশ পায়। রায়ের একাধিক জায়গায় যেহেতু গাফিলতি দেখা গিয়েছে তাই এই রায় স্থগিদ রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। 
এর পাশাপাশি এলাহাবাদ হাইকোর্টের এই রায়ের পরিপ্রেক্ষিতে উত্তর প্রদেশ সরকার, কেন্দ্রীয় সরকার এবং সলিসিটার জেনারেল তুষার মেহেতার মতামত চেয়েছে আদালত।

Comments :0

Login to leave a comment