তদন্তে সহযোগীতা করছে না ২৬/১১ হামলার অন্যতম অভিযুক্ত তাহাব্বুর রানা। শনিবার মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তাকে এনআইএ হেপাজতে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তদন্তকারিদের সহযোগীতা করছেন না। কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা এনআইএ’র পক্ষ থেকে জানানো হয়েছে ২৬/১১ ঘটনার তদন্তের জন্য মুম্বাই পুলিশের একটি বিশেষ তদন্তকারি দল দিল্লিতে যায় রানাকে জিজ্ঞাসাবাদের জন্য। রানা তাদের সহযোগীতা করেননি।
২০০৮ এর তাজ হোটেলে জঙ্গী হামলায় ১৬৬ জনের মৃত্যু হয়, আহত হন ২৩৮ জন। এই ঘটনায় অন্যতম অভিযুক্ত রানা। রানা পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান ব্যবসায়ী, জঙ্গী সংগঠন লস্কর-ই-তৈয়বা (এলইটি) এর সক্রিয় কর্মী। তিনি মুম্বাইয়ের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুগুলির উপর নজরদারি পরিচালনাকারী পাকিস্তানি-আমেরিকান ডেভিড কোলম্যান হেডলি (ওরফে দাউদ গিলানি) এর ভ্রমণ নথিপত্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
২০০৮ সালের ১১ থেকে ২১ নভেম্বর দুবাই হয়ে রানা নিজেই মুম্বাই ভ্রমণ করেছিলেন বলে জানা যায়।
মাত্র পাঁচ দিন পরে, ২৬ নভেম্বর হামলা চালানো হয় মুম্বাইয়ের তাজ হোটেলে, যার ফলে ১৭০ জনেরও বেশি মানুষ নিহত হন। এখনও পর্যন্ত, এই মারাত্মক হামলার জন্য দোষী সাব্যস্ত হওয়া একমাত্র লস্কর-ই-তৈবা সন্ত্রাসী আজমল কাসাব।
ভারত আনুষ্ঠানিকভাবে ২০২০ সালের জুনে রানার গ্রেপ্তারের অনুরোধ করে, প্রত্যর্পণের আইনি প্রক্রিয়া শুরু করে। এই বছরের ফেব্রুয়ারিতে, মার্কিন প্রশাসন রানার প্রত্যর্পণ নিশ্চিত করে।
Tahawwur rana
তদন্তে সহযোগীতা করছে না রানা, জানালো মুম্বাই পুলিশ

×
Comments :0