আসন পুনর্বিন্যাস হোক ১৯৭১’র জনগণনার ভিত্তিতে। কোনও রাজ্যের আনুপাতিক প্রতিনিধিত্ব যাতে না কমে নিশ্চিত করতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
বুধবার চেন্নাইয়ে তামিলনাডুর মুখ্যমন্ত্রীর ডাকে সর্বদলীয় বৈঠকে এই মর্মে প্রস্তাব নেওয়া হয়েছে। কেন্দ্রের কাছে এই প্রস্তাব পাঠাবে এম কে স্ট্যালিন সরকার।
নিম সর্বদলীয় বৈঠকে যুক্ত রাজ্যের প্রধান বিরোধী দল এডিএমকে-ও। রাজিব টিমকে সরকারের মুখ্যমন্ত্রী টেলিং পেশ করেন প্রস্তাব। তিনি বলেন অতীতে ২০০০ সালে আসুন পুনর্বিন্যাস ঘিরে প্রশ্ন ওঠায় ১৯৭১ সালের জনগণনা মেনে আসনের হিসেব করার কথা হয়েছিল। সে সময় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমরা আসন পুনর্বিন্যাসের বিপক্ষে নই। কিন্তু তার ছেড়ে দেশের সংসদে তামিলনাডুর প্রতিনিধিত্ব কমে যাবে তা হতে পারে না।
প্যালিনের তৃতীয় প্রস্তাব হলো কেন্দ্রকে নিশ্চিত করতে হবে নতুন জনগণনায় যদি আসন বেড়ে যায় তাহলে রাজ্যগুলির প্রতিনিধিত্বের অংশ যেন একই থাকে। যেমন তামিলনাড়ুতে এখন লোকসভার আসন ৩৯। লোকসভায় মোট আসনের অনুপাতে তামিলনাডুর আসল ৭.২%। রাজ্যের প্রস্তাব তাই যেন বজায় থাকে।
সর্বদলীয় বৈঠকে বিজেপি ছিল না।
STALIN
১৯৭১’র জনগণনায় হিসেবে ডিলিমিটেশনের দাবি তামিলনাডুর

×
Comments :0