Congress 85th plenary

বিজেপি বিরোধী শক্তির সমঝোতায় জোর কংগ্রেসের প্লেনারিতে

জাতীয়

বিজেপি বিরোধী শক্তির সমঝোতায় জোর কংগ্রেসের প্লেনারিতে 

ধর্মনিরপেক্ষ শক্তি গুলিকে একজোট করতে পারার ওপর নির্ভর করছে কংগ্রেসের ভবিষ্যৎ। রায়পুরে প্লেনারি অধিবেশনে বিশেষ প্রস্তাব নিয়ে এই লক্ষ্য জানিয়েছে কংগ্রেস নেতৃবৃন্দ।

লোকসভা নির্বাচনের আগে দলের কর্তব্য ঠিক করার জন্য এই প্রস্তাব গৃহীত হয়েছে। বলা হয়েছে, ‘‘ধর্মনিরপেক্ষ এবং সমাজবাদী শক্তি গুলিকে এক জোট করতে পারা যাবে কিনা তার ওপর নির্ভর করছে কংগ্রেসের ভবিষ্যৎ। সম মনভাবাপন্ন ধর্মনিরপেক্ষ সব শক্তিকে এক জোট করার ওপর সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে হবে কংগ্রেসকে।’’

সম্প্রতি বিজেপি এবং কংগ্রেসের বাইরে থাকা কোন কোন শক্তি জাতীয় স্তরে ফ্রন্ট গঠনের আলোচনা শুরু করেছে। তা যদিও একেবারেই দানা বাঁধেনি। গত লোকসভা ভোটেও ফেডারেল ফ্রন্টের নামে এই প্রয়াস নিতে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জিকে। বিভিন্ন রাজ্যের নির্বাচনে তৃণমূল ধর্মনিরপেক্ষ শক্তি গুলো থেকে দূরত্ব রেখে ভোট লড়ছে। বিজেপিকে সুবিধা করে দেওয়ার অভিযোগ উঠেছে রাজনৈতিক স্তরে। 

প্লেনারিতে কংগ্রেসের এই প্রস্তাবে বলা হয়েছে, ‘‘জাতীয় স্তরে কোনও তৃতীয় ফ্রন্টের চেষ্টা বিজেপি এবং এনডিএ’র সুবিধা করে দেবে।’’ 

Comments :0

Login to leave a comment