রাতভর বোমাবাজি চললো বীরভূমের সিউড়ি-১ নম্বর ব্লকের বাঁশঝোড় গ্রামে। তৃণমূলী দুষ্কৃতিদের আক্রমণে নিহত এক কিশোর। মৃত কিশোরের নাম ফাইজুল সেখ। গোটা ঘটনায় মূল অভিযুক্ত সিউড়ি-১ পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ কাজল শাহ। বোমাবাজির গ্রামের একাধিক বাড়িতে আগুন লাগানোর অভিযোগও উঠেছে।
প্রসঙ্গত, এই ঘটনায় মূল অভিযুক্ত কাজল শাহ কয়েক মাস আগেই জেল থেকে ছাড়া পেয়েছেন। বীরভূমের জেলাশাসকের বাংলোয় বোমা মারার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রামের মানুষের চাপে কাজল শাহকে ফের গ্রেপ্তার করতে বাধ্য হয় সিউড়ি থানার পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে ১৫ জন তৃণমূল নেতা কর্মী। গ্রামে চূড়ান্ত উত্তেজনা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, কাজল শাহের নেতৃত্বে এলাকায় বালি পাচারের রমরমা কারবার গড়ে উঠেছে। ওই তৃণমূল নেতার বাহিনী বালি পাচারের পাশাপাশি নির্বাচনে ভোট লুঠেরও নেতৃত্ব দেয়।
Comments :0