Diamond Harbour

ডায়মন্ড হারবারের কোথাও অবাধ ছাপ্পা, রাতেই লুঠ বাক্স

রাজ্য পঞ্চায়েত ২০২৩

মানুষের ওপর ভরসা রাখতে পারলেন না অভিষেক ব্যানার্জি। নবজোয়ার কর্মসূচিতে দলীয় কর্মীরা যাকে প্রাথী হিসাবে চেয়েছিলেন তাকেই নাকি পঞ্চায়েতে টিকিট দিয়েছে দল প্রেস ক্লাবে তাই বলেছেন তৃণমূল সাংসদ। কিন্তু শনিবার সকাল থেকে গোটা রাজ্য জুড়ে অন্য ছবি। অবাধে ভোট লুঠ, খুন, গুলি, বোমা।

এবারের পঞ্চায়েত নির্বাচনে ভোটের আগের দিন রাত থেকেই বুথ দখল করে ছাপ্পা দিল তৃণমূল। কোথাও আবার ব্যালট বাক্স লুঠ করলো শাসক দলের বাহিনী। অভিষেকের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারেই এই ঘটনা ঘটেছে। শনিবার সকাল থেকেই ডায়মন্ড হারবারের নেতড়ায় বুথ দখল করে ভোট কর্মীদের ঘরের বাইরে বার করে দিয়ে ছাপ্পা দিয়ে যাচ্ছে অভিষেকের বাহিনী।

ওই একই ব্লকে ৫ নম্বর বুথে সারারাত ধরে তৃণমূল কংগ্রেস ভোট করিয়ে নিয়েছিল। গ্রামবাসীদের চাপে ব্যালট খোলার পর ব্যালট বক্সের ভেতর থেকে ছাপ্পা মারা ব্যালট পেপার উদ্ধার হয়। গ্রামবাসীরা যখন বুথের সামনে বিক্ষোভ দেখাচ্ছে তখন কোন পুলিশ বা কেন্দ্রীয় বাহিনীর দেখা যায়। 

শুক্রবার রাতে বুথে যাওয়ার আগে ব্যালট পেপার লুট ডায়মন্ড হারবারের বাসুলডাঙ্গা ও হরিণডাঙ্গার বিভিন্ন বুথের।

Comments :0

Login to leave a comment