Diamond Harbour

ডায়মন্ড হারবারে গুলি বিদ্ধ তৃণমূল কর্মী

রাজ্য জেলা

ডায়মন্ড হারবারে তৃণমূলের যুবনেতাকে লক্ষ করে চললো গুলি। আহত কৃষ্ণপদ মণ্ডল নামে ওই তৃণমূল কর্মীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। শনিবার সকালে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের নোদাখালি থানা এলাকায় ঘটেছে এই ঘটনা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বাইকে করে এসে কয়েক জন যুব ওই ব্যাক্তিকে লক্ষ করে গুলি চালায়। আহত অবস্থায় তাকে স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তারপর সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে বর্তমানে সেখানেই সে চিকিৎসাধীন।

গত একমাসে শাসক দলের একাধিক নেতাকে লক্ষ করে চলেছে গুলি। দুটি ঘটনা ঘটেছে মালদহে। দুটি ঘটনাতেই অভিযোগ তৃণমূলের অন্য গোষ্ঠীর দিকে। মালদহের ইংরেজ বাজার পৌরসভার কাউন্সিলরারের খুনের ঘটনায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনার পর পুলিশ প্রশাসনের ওপর ব্যাপক আস্থা দেখিয়ে ছিলেন অভিষেক নিজে। দাবি করেছিলেন রঙ না দেখে পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। তিনি এও বলেন দলকে যারা দুর্বল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।

কিন্তু এবার খোদ অভিষেকের লোকসভা কেন্দ্রে গুলি বিদ্ধ হলেন তৃণমূল কর্মী। বার বার এই ঘটনা পুলিশের ব্যার্থতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বলে মনে করছেন প্রশাসনের একাংশ। ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে কোথা থেকে বিপুল পরিমানে অস্ত্র আসছে রাজ্যে? বাইরে থেকে যদি লোক আনা হয় তাহলে নজরদারি পেরিয়েও বা কি ভাবে তারা রাজ্যের সীমানায় প্রবেশ করছে?

উল্লেখ্য ডায়মন্ড হারবার লোকসভা জুড়ে তৃণমূলের দুর্নীতি চরম সীমা অতিক্রম করেছে। বেআইনি ভাবে জমি দখল, সিন্ডিকেট, মাফিয়া রাজ, বিরোধীদের মিথ্যা মামলায় ফাঁসানে। নির্বাচনের সময় গায়ের জোড়ে বুথ দখল করে ছাপ্পা দিয়ে বিপুল মার্জিনের জয় রাজ্যের বুকে নতুন উদাহরন তৈরি করেছে।  

 

Comments :0

Login to leave a comment