গত ৯ আগস্ট আর জি কর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় উত্তাল হয় রাজ্য। রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয় প্রতিবাদ। বিচারের দাবিতে হয় সেই প্রতিবাদ। রাস্তায় নামে সমাজের সব অংশের মানুষ। মহিলাদের ডাকে রাত দখল বাংলায় নতুন এক আন্দোলনের ইতিহাস লেখে। ধারাবাহিক ভাবে চলছে বিচারের দাবিতে আন্দোলন। কখনও চিকিৎসকরা, বামপন্থীদের ডাকে হয়েছে লাল বাজার অভিযান। তো কখনও স্বাস্থ্য ভবনের সামনে রাত জেগেছেন চিকিৎসকরা। টানা ১৭ দিন ধর্মতলায় অনশন চালিয়েছেন তারা। দাবি একটাই ‘তিলোত্তমার বিচার চাই’। সরকারের পুজো কার্নিভালকে ছাপিয়ে গিয়েছে দ্রোহের কার্নিভাল।
তিলোত্তমার বিচারের দাবির সাথে যুক্ত হয়েছে আরও অনেক গুলো দাবি। চিকিৎসকদের দাবি রাজ্য জুড়ে স্বাস্থ্য ব্যবস্থায় যেই দুর্নীতি, থ্রেট কালচার চলছে তার শিকার তিলোত্তমা। থ্রেট কালচারের যারা মাথা তারা সামনে এসেছে। সামনে এসেছে আর জি কর হাসপাতালে দীর্ঘদিন ধরে চলতে থাকা দুর্নীতিচক্র। যার মাথায় ছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।
Comments :0