Royal Bengal Tiger

ফের দেখা মিললো দক্ষিণরায়ের

রাজ্য

Royal Bengal Tiger


শীতকাল নয়। শরতের শুরুতেই সুন্দরবনে দেখা মিললো দক্ষিণরায়ের। বাড়তি পাওনায় স্বভাবতই খুশি পর্যটকরা। তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন শনিবারের দুপুরটা। সেই সাথে দক্ষিণরায়ের ছবি এবং তার গতিবিধি ক্যামেরা বন্দী হলো মহা আনন্দে। যদিও দক্ষিণরায় এসব কিছুকে পাত্তা না দিয়ে আপন মেজাজে ঢুকে যায় সুন্দরবনের গহীন অরন্যে। বসিরহাট রেঞ্জের ঝিঙ্গাখালি বিটের চামটার জঙ্গল সংলগ্ন রায়মঙ্গল নদীর ঘটনা। নদীতে আধোডোবা অবস্থায় দক্ষিণরায় বসেছিল। 

 


সুন্দরবন গবেষক অনিমেষ মন্ডল জানান, সুন্দরবনের বাঘের সংখ্যা বেড়েছে। হরিণের সংখ্যাও আগের থেকে বেড়েছে। যেটা খুবই ভালো একটা খবর। চোরা শিকারীদের বাড়াবাড়ন্ত রোধ করতে পেরেছে বলেই জঙ্গলে বাঘ ও হরিণ আগের থেকে সংখ্যায় বেড়েছে। তাই মাঝে মাঝেই দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনা জুড়ে সুন্দরবন এলাকা আছে সেইসব এলাকায় মাঝে মধ্যেই বাঘের দেখা পাওয়া যাচ্ছে। তবে পর্যটকদের কাছে অনুরোধ করব, তারা ঘুরতে গিয়ে যেন এইসব বন্যপ্রাণীদের অহেতুক জ্বালাতন না করেন। বন্যপ্রাণীদের তাদের এলাকায় অবাধ বিচরণ করতে সকলকে সাহায্য করতে হবে, তাহলে সুন্দরবনের পক্ষে ভালো হবে।

Comments :0

Login to leave a comment