শুক্রবার জমিতে ভুট্টা তোলার কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মর্মান্তিক মৃত্যু একই পরিবারের দুই কিশোরের। এই ঘটনায় শোকস্তব্ধ কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার ধলপল ১নং গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ধলপল এলাকা। মৃত দুজন মাসতুতো ভাই। একজনের নাম রফিক আলি শেখ আর অপরজন আরশাদ আলি শেখ, দুজনেরই বয়স ১৬বছর। মৃত আরশাদ আলি শেখের বাড়ি কাশিয়াবাড়ি এলাকায়। তিনি দক্ষিণ ধলপল এলাকায় মামার বাড়িতে থাকতেন।
জানা যায়, সংসারের অভাব অনটনের জন্য খেত মজুরের কাজ করেন বড় মাসির ছেলে আরশাদ আলি শেখ ও ছোট মাসির ছেলে রফিক আলি শেখ। এদিন ৫ জন এই জমিতে ভুট্টা তুলছিলেন। এই সময় উত্তর দিকে আকাশে ঘন কালো মেঘ করে শুরু হয় বৃষ্টি এবং সাথে বজ্রপাত। হঠাৎ করেই প্রচণ্ড শব্দে বাজ পরে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে দুই জন। বাকিদের তেমন কিছুই হয় নি। দ্রুততার সঙ্গে দুজনকে উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শনিবার সকালে এই দুই মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন বর্ষীয়ান সিপিআই(এম) নেতা তমসের আলি। ছিলেন পার্টি নেতা অসীম সাহা, নয়ন দেব প্রমুখ। এদিন শোক বিহ্বল পরিবারকে সান্তনা দেন পার্টি নেতারা। এই পরিবারের হাতে অর্থ সাহায্য তুলে দেন তারা। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে এদিন তমসের আলি বলেন, সীমাহীন দারিদ্র্যতার কারণে এই কৃষি শ্রমিকের কাজ করতে বাধ্য হয়েছিল অষ্টম শ্রেণির এই দুই ছাত্র। এই কাজ করেই নিজেদের পরিবারকে সহযোগিতা করার পাশাপাশি লেখাপড়ার খরচ চালাতো তারা। তাদের এই আকস্মিক মৃত্যু কোনভাবেই মেনে নেওয়া যায় না। সরকারের দৃষ্টিভঙ্গির কারণেই প্রতিনিয়ত বাড়ছে শিশু শ্রমিকের সংখ্যা আর বিভিন্ন কারণে মৃত্যু হচ্ছে তাদের। এব্যাপারে কেন্দ্র ও রাজ্য সরকারের এদিন দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
Lightning
বাজ পড়ে মৃত্যু তুফানগঞ্জের দুই কিশোরের

×
Comments :0