ডাইনি সন্দেহে আসামের কার্বি আংলং জেলার হাওরাঘাট এলাকার বেলোগুড়ি মুন্ডা গ্রামে এক দম্পতিকে কুপিয়ে খুন করে তাঁদের ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠলো কয়েকজন গ্রামবাসীর বিরুদ্ধে।
পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে নিহতদের নাম গার্দি বিরোয়া (৪৩) ও মীরা বিরোয়া (৩৩)। জানা গিয়েছে প্রথমে বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালানো হয়। তারপরে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। এই ঘটনায় সব অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্যঅসমে ডাইনি সন্দেহে হেনস্থা ও হত্যার বিরুদ্ধে কড়া আইন রয়েছে। ২০১৫ সালে রাজ্যে চালু হয় সেই আইন। এই আইনে কাউকে ডাইনি বলে দাগিয়ে দেওয়া বা সেই অভিযোগে হামলা ও হত্যার ক্ষেত্রে কঠোর শাস্তি ও জরিমানার নিয়ম রয়েছে।
Assam
আসামে ডাইনি সন্দেহে দম্পতিকে খুন
×
Comments :0