BELEGHATA ACCIDENT

বেলেঘাটায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

কলকাতা

কলকাতার রাস্তায় মুখোমুখি সংঘর্ষ হলো দুই বাসের। বেলেঘাটায় এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী। আহতদের মধ্যে রয়েছেন একাধিক মহিলা, রয়েছেন শিশুরা। 

হাওড়াগামী ৪৪ নম্বর বাসের সঙ্গে ধাক্কা লাগে ধামাখালিগামী সরকারি বাসের। পুলিশ জানিয়েছে বেলেঘাটা মেন রোডে হয়েছে সংঘর্ষ। প্রতিটি বাসে অন্তত ৪০ জন করে যাত্রী ছিলেন। 

পুলিশ জানিয়ে দু’টি বাসই রাস্তা থেকে সরানো হয়েছে। খুবই ব্যস্ত এলাকায় এই দুর্ঘটনায় যানজট তীব্র হয়। 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন